সুরক্ষার বিচারে জনগণের সব চেয়ে বেশি পছন্দের গাড়িতে দাম কমলো এক লক্ষ, বিশদ জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

একেরপর এক মূল্য বৃদ্ধির খবরের মাঝে এক লাফে এক লক্ষের দাম কমিয়ে তাক লাগিয়ে দিলো স্কোডা ইন্ডিয়া। সংস্থাটি সুরক্ষার বিচারে সব চেয়ে বেশি পজিটিভ রেটিং যুক্ত দুটি মডেলের দাম কমিয়ে দিয়েছে। কুশক (kushaq) ও স্লাভিয়া (slavia) মডেল দুটি গ্রাহকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে অল্প কিছু দিনেই। এবার এই দুটি মডেলের উপরেই দাম কমালো সংস্থা।

কুশক মডেলটির মূল্য ১ লক্ষ টাকা কমানো হয়েছে এবং স্লাভিয়া মডেলটির মূল্য কমানো হয়েছে ৯৪০০০ টাকা। খবরটি সম্প্রচার হওয়ার পরই শোরগোল পড়েছে অটো মোবাইলের জগতে। বর্তমানে কুশক মডেলটির দাম ১০ লক্ষ ৮৯ হাজার থেকে শুরু হচ্ছে এবং এর সব চেয়ে ভালো ভ্যারিয়েন্টটির দাম দাঁড়াচ্ছে ১১লক্ষ ৯৯ হাজার টাকা। এবং অপরটি শুরু হচ্ছে ১০ লক্ষ ৬৯ হাজার টাকা থেকে এবং সর্ব উন্নত ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ১১ লাখ ৬৩ হাজার টাকায়।

আরও পড়ুন »   8,500 টাকায় Honda Activa, এই সুযোগটি মিস করবেন না

তবে এই মূল্যের উপর বিশেষ ছারটি দেওয়া হবে স্থায়ী সময়ের জন্য নয় বরং সীমিত সময়ের জন্য। তাই এই মুহূর্তে যেসব গ্রাহকরা গাড়ি কিনবেন বলে ঠিক করছেন এটি তাদের জন্য সুবর্ণ সুযোগ। চেক প্রজাতন্ত্রের এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা কুশক এর গাড়ির ধরনের কয়েকটি নতুন নাম দিয়েছে যথা ক্লাসিক, অনিক্স, সিগনেচার, মন্টে কার্লো, এবং প্রেস্টিজ।এদিকে স্কোডার স্ল্যাভিয়া এখন তিনটি রূপে পাওয়া যায় যথা ক্লাসিক, সিগনেচার এবং প্রেস্টিজ।

সুরক্ষার বিচারে জনগণের সব চেয়ে বেশি পছন্দের গাড়িতে দাম কমলো এক লক্ষ, বিশদ জানুন
সুরক্ষার বিচারে জনগণের সব চেয়ে বেশি পছন্দের গাড়িতে দাম কমলো এক লক্ষ, বিশদ জানুন

দাম কমলেও বিশেষত্বে কোনো ঘাটতি রাখেনি স্কোডা। আগের মতই একই গঠন থাকছে গাড়ি দুটিতে। ১ এবং দেড় লিটার টার্বো পেট্রোল ইনজিনেই চলবে গাড়ি দুটি। থাকবে ৬ টি স্পিড ম্যানুয়াল, ৬ স্পিড অটোমেটিক এবং ৭ ডুয়েল ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশন।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news