খুব শীঘ্রই শিয়ালদহ স্টেশনের ২১টি প্ল্যাটফর্মেই চলবে ১২ বগীর ট্রেন, যাত্রী ভোগান্তির অবসান – How TO Make Money

খুব শীঘ্রই শিয়ালদহ স্টেশনের ২১টি প্ল্যাটফর্মেই চলবে ১২ বগীর ট্রেন, যাত্রী ভোগান্তির অবসান

পশ্চিমবঙ্গের দ্বিতীয় ব্যস্ততম স্টেশন হিসেবে হাওড়া স্টেশনের পরেই রয়েছে শিয়ালদহের স্থান। আর সেই শিয়ালদহ স্টেশনেই ছিলনা প্রতিটি প্লাটফর্মে বড়ো বগীর ট্রেন চলা চলের সুবিধা। যাত্রী সংখ্যা অনেক হওয়ায় যাত্রী ভোগান্তি ক্রমশ বাড়ছিল। অফিস এবং স্কুল – কলেজের সময়ে যাত্রীদের চাপে নয় কামড়ার ট্রেন কার্যত যাত্রীদের নাকানি ছোবানি খবর জোগাড় করে তুলছিল।

আর সেই জন্যই চলতি মাসের ৪ থেকে ৯ তারিখ পর্যন্ত কিছু ট্রেন পরিষেবা স্থগিত রেখে স্টেশনের এক থেকে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মের কাজ চলছিল। এই সময় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছালেও সকলেই আশাবাদী ছিলেন ভালো পরিষেবা পাওয়ার। এই সময় দমদম জংশন থেকে কিছু ট্রেনের বিকল্প স্টেশন হিসেবে ছাড়া ও শেষ স্টেশন হিসেবে ধরা হয়েছিল। কার্যত বিপদে পড়তে হচ্ছিল সাধারণ যাত্রীদের।

ইতিমধ্যেই সেই কাজ সম্পন্ন হয়েছে। ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম বারো কামরার ট্রেনের স্টপেজের জন্য প্রস্তুত করা হয়। এবং এর ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কাজও সম্পন্ন হয়েছে। এদিন সমাজ মাধ্যমে এই খবর ভাগ করে নেন পূর্ব রেক কতৃপক্ষের পেজ থেকে।

খুব শীঘ্রই শিয়ালদহ স্টেশনের ২১টি প্ল্যাটফর্মেই চলবে ১২ বগীর ট্রেন, যাত্রী ভোগান্তির অবসান
খুব শীঘ্রই শিয়ালদহ স্টেশনের ২১টি প্ল্যাটফর্মেই চলবে ১২ বগীর ট্রেন, যাত্রী ভোগান্তির অবসান

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই সব কাজ সম্পন্ন হয়েছে। সিগন্যাল বিষয়ক স্বল্প কাজ যা বাকি আছে তার পুরোটাই জুন মাসের শেষের সময়ের আগেই শেষ হয়ে আসবে। এরপর আগামী জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদহ স্টেশনের ২১ টি প্ল্যাটফর্মেই চলবে বারো বগির ট্রেন। এতে বেশি সংখ্যক যাত্রী অফিস, স্কুল আদালতের সময় লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবেন। এতে কমবে যাত্রীদের চাপ ও। এই সব নিয়ে আশাবাদী পূর্ব রেল ।

Scroll to Top