1800 PNB Clerk Recruitment 2024| পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকে ক্লার্ক পদে কর্মী নিয়োগ – How TO Make Money

1800 PNB Clerk Recruitment 2024| পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকে ক্লার্ক পদে কর্মী নিয়োগ

ভারতে যেসব চাকরি প্রার্থীরা ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন এবং ব্যাংকে চাকরি করার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য বড় সুখবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে ১৮০০ টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ভারতের অন্যতম বৃহৎ এই সরকারি ব্যাংকে কাজের সুযোগ হাতছাড়া করবেন না। এখনই জেনে নিন আবেদন পদ্ধতি সম্পর্কে।

পদের নাম:
Panjab National Bank Clerk!

শূন্যপদ:
এই ব্যাংকে সব মিয়ে ১৮০০ টি শূন্যপদ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্লার্ক পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই গ্রাজুয়েট পাশ হতে হবে এবং তাদের অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা প্রয়োজন।

বয়সসীমা :
এই পোস্টে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স অবশ্যই ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি :
আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। এর জন্য pnbindia.in এ অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে এরপর আবেদন লিংকে ক্লিক করে আগ্রহী প্রার্থীর নিজের তথ্য দিয়ে ফর্মটি পূর্ণ করতে হবে। এরপর উল্লেখিত নথি গুলি স্ক্যান করে আপলোড করে একবার পুরো আবেদনপত্রটি যাচাই করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় আবেদন মূল্য দিয়ে সেটি সাবমিট করে দিতে হবে।

আবেদনের সময়সীমা:
১/৭/২০২৪ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং যা চলবে আগামী ২১/৭/২০২৪ পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি :
মূলত প্রাথমিক এবং চূড়ান্ত দুটি পরীক্ষা অনুযায়ী প্রকাশিত শর্ট লিস্টের প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউতে। এরপর ওই ইন্টারভিউতে পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদের ক্লার্ক পদে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল নোটিশDownload PDF
আবেদন লিংকApply Now
অফিসিয়াল ওয়েবসাইটpnbindia.in
আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here
অন্যান্য চাকরির আপডেটView More
Scroll to Top