৫০০ টাকা বিনিয়োগে পাওয়া যাবে ১৭ লক্ষ টাকা!! কিভাবে জানুন – How TO Make Money

৫০০ টাকা বিনিয়োগে পাওয়া যাবে ১৭ লক্ষ টাকা!! কিভাবে জানুন

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে সব শ্রেণীর মানুষের ভবিষ্যতের সঞ্চয় করে রাখা দিনের পর দিন বাধ্যতামূলক হয়ে উঠছে। এর জন্য বিভিন্ন বীমা সংস্থা বীমা প্রদান করে তবে এক্ষেত্রে দিতে হয় মোটা টাকার প্রিমিয়াম। যার ফলে ইচ্ছে থাকলেও অনেক মানুষের কাছে থাকেনা উপায়। মিউচুয়াল ফান্ড সেই সব মানুষের জন্য সোনায় সোহাগা উপায় হয়ে উঠেছে।

নামী দামী সংস্থায় জীবন বীমা বা কঠিন বিনিয়োগের নিয়ম এড়াতে মানুষ ভরসা রাখছে SIP তে। মাসিক বিনিয়োগে ১২% হারে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে জমা অর্থের উপর। আর এই উপায়েই ৫০০ টাকার বিনিয়োগ হয়ে উঠবে সাড়ে সতেরো লক্ষ টাকা। বরাবরই বলা হয় মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার জন্য। তাই জন্য ৫০০ টাকা প্রতি মাসে ৩০ বছরের জন্য বিনিয়োগ করা যায় তবে ভাগ্য খুলে যাবে।

৫০০ টাকা প্রতিমাসে জমালে ৩০ বছরে জমে ১ লাখ ৮০ হাজার টাকা। এর উপর বছরে ১২% হারে চক্রবৃদ্ধি সুদে প্রাপ্ত টাকার পরিমাণ দাঁড়ায় মোটামুটি সাড়ে ১৫ লক্ষ টাকায়। অর্থাৎ প্রায় পনেরো গুণ বেশি সুদ দেবে মিউচুয়াল ফান্ডগুলি। এবং ৩০ বছরে মোট রিটার্ন পাবে সাড়ে ১৭ লক্ষেরও বেশি। যা ভারতের সাধারণ নিম্নবিত্ত পরিবারের কাছে হতে আকাশ ছোঁয়ার মতো হয়ে দাঁড়াবে।

৫০০ টাকা বিনিয়োগে পাওয়া যাবে ১৭ লক্ষ টাকা!! কিভাবে জানুন
৫০০ টাকা বিনিয়োগে পাওয়া যাবে ১৭ লক্ষ টাকা!! কিভাবে জানুন

এতে বিনিয়োগকারীর ভবিষ্যত জীবন, সন্তানের শিক্ষা বা বিবাহের কাছে তার জন্য একটা বড় সাহায্য হয়ে উঠেছে। এরকম স্বল্প বিনিয়োগে হিমালয় সমান রিটার্ন অন্য কোনো সংস্থা দিতে পারেনি। তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সময় সব সময় খুঁটিয়ে দেখে ও বুঝে তবেই বিনিয়োগ করতে হবে নইলে ঠকে যাওয়ার সুযোগ থাকে।

Scroll to Top