ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI Job Vacancy 2024) দপ্তরে ভিন্নপদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। এখানে একাধিক শূন্যপদে নিয়োগ হবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি।👇👇
নিয়োগ সংস্থা | National Highways Authority of India |
পদের নাম | Deputy General Manager & Manager |
মোট শূন্যপদ | নিচে দেওয়া আছে 👇👇 |
আবেদন মাধ্যম | অনলাইনের মাধ্যমে |
আবেদনের শেষ তারিখ | ১৫.০৪.২০২৪ |
পদের নাম
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Deputy General Manager & Manager।
বয়স সীমা ও বেতন (NHAI Job Vacancy 2024)
- ১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
- ২) এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৫,৬০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,৬০,০০০/- টাকা মধ্যে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (NHAI Job Vacancy 2024)
সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে (NHAI Job Vacancy 2024) আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে তাহলে এখানে আবেদন করা। যাবে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

কি ভাবে আবেদন করবেন?
- ১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- ২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- ৩) এরপর নির্ভুল ভাবে (NHAI Job Vacancy 2024) সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
- ৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
- ৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শেষ | ০৮-০৪-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক:
Official Notification | Download Now |
Official Website | Click Here |