Modi, Yogi, Mamata, Abhishek: মোদি, যোগী, মমতা, অভিষেক! ৫ দিন জমজমাট বীরভূম, কে কবে কোথায় আসছেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Modi, Yogi, Mamata, Abhishek! 5 days crowded Birbhum, who is coming where when: চলতি বছর দেশজুড়ে সাত দফায় লোকসভা নির্বাচন প্রক্রিয়ার ভোট গ্রহণ করা হচ্ছে। সাত দফায় ভোট গ্রহণ হলেও অবশ্য সব রাজ্যের সাত দফায় হবে না ভোট গ্রহণ। যে সকল রাজ্যের সাত দফায় ভোট গ্রহণ চলছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি। পশ্চিমবঙ্গে ৪২ টি লোকসভা কেন্দ্রে ৭ দফায় ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এই ৭ দফার মধ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ হবে বীরভূমের বীরভূম লোকসভা কেন্দ্র ও বোলপুর লোকসভা কেন্দ্রে। আগামী ১৩ মে রয়েছে ভোট গ্রহণ। আর তার আগে রাজনৈতিক দলগুলির জমজমাট প্রচার লক্ষ্য করা যাচ্ছে বীরভূমের বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই প্রার্থীদের তরফ থেকে বিভিন্ন জায়গায় প্রচার চালানোর পাশাপাশি এবার হেভিওয়েটদের পালা।

আরও পড়ুন »   Mahendra Singh Dhoni: অন্য মেজাজে মহেন্দ্র সিংহ ধোনি, বেড়াতে বেড়িয়ে স্ত্রী কন্যার সাথে ক্যামেরাবন্দি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক সভা করতে চলেছেন বীরভূমের বিভিন্ন এলাকায়। বিজেপি এবং তৃণমূল দলীয় সূত্রে এই সকল নেতা-নেত্রীদের জনসভার বিষয়ে ইতিমধ্যেই সূচি পাওয়া গিয়েছে। সূচি অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক কবে কোথায় কার আগমন ঘটবে?

বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে সোমবার মিঠুন চক্রবর্তী পথসভা ছিল নলহাটিতে। আবার আজই দুপুর দুটোর সময় জনসভা রয়েছে আকালিপুর, হাঁসনে।

৩ মে অর্থাৎ শুক্রবার একসঙ্গে বীরভূমে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঐদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন নানুরে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা করবেন লাভপুরে।

আরও পড়ুন »   WBPSC Food SI Practice Set 4 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪, বাছাই করা ১০ টি প্রশ্ন।

৫ মে রবিবার একসঙ্গে জনসভা করতে বীরভূমে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লাভপুর ও সাঁইথিয়ায় জনসভা করবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন বোলপুরে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

Leave a comment

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news