Stock Market News: এক্সিট পোলের ভোট ফলাফল প্রকাশ হতেই শেয়ার বাজার লাফিয়ে উঠলো। সপ্তম দফার ভোট পর্ব শেষের সাথে সাথেই সামনে আছে বিভিন্ন রিপোর্ট যেখানে সব রিপোর্টেই নরেন্দ্র মোদির এন ডি এ এগিয়ে থাকছে বড়ো ব্যবধানে। রবিবার এই রিপোর্ট প্রকাশের পর থেকেই শেয়ার মার্কেটের উন্নতির আন্দাজ করা যাচ্ছিল। আর সেরকম কথা মতোই কাজ হলো সোমবার। এদিন বাজার খুলতেই নিফটি ও সেনসেক্স এর মান লাফিয়ে উঠতে থেকে। দ্বিতীয় ভাগে একটু সমতলে চললেও পরে আবার গতি পায়। এদিন নিফটি উঠে যায় ৮০০ পয়েন্টের কাছে যা দিন দেশে ৭৩৩ এ গিয়ে থামে এবং এটি একদিনে প্রায় ৩.২৫ শতাংশ উপর ওঠে। অন্যদিকে সেনসেক্স ওঠে ২৫০৭ পয়েন্টের কাছাকাছি। যা আগের চেয়ে ৩.৩৯ শতাংশ বেশি।
গত বেশ কিছুদিন ধরে সমতলে চলছিল শেয়ার বাজার কিন্তু ভোটের সম্ভাব্য ফল প্রকাশের পর তড়িৎ বেগ আসে বাজারে। আর ফলে সরকারি থেকে বেসরকারি প্রায় সব ছোট বড়ো সংস্থাই তাদের দামে লাফ দিয়েছে।
এর মধ্যে ভারতীয় রেলের আই.আর.এফ.সি প্রতি শেয়ারের মূল্য ১৭৭ থেকে বেড়ে হয় ১৮৯ যা আগের চেয়ে ১২ টাকা বেশি। ভারত হেভী ইলেট্রিকালস অর্থাৎ ভেল বেড়ে হয়েছে প্রতি শেয়ারে ৩১১ টাকা । যা আগের থেকে ১২ টাকা বেশি। এন বি সি সি ইন্ডিয়ার শেয়ার প্রতি মূল্য বেড়ে হয়েছে ১৫০ টাকা যা আগের চেয়ে ৮ টাকা বেশি। রেল বিকাশ নিগমের প্রতি শেয়ারে দাম বেড়ে হয়েছে ৪০৪ টাকা যা আগের থেকে ২২ টাকা বেশি। গেইল ইন্ডিয়ার শেয়ার মূল্য প্রতি শেয়ার পিছু দাঁড়িয়েছে ২৩০ টাকা যা আগের চেয়ে ২৬ টাকা বেশি।
কম বেশি সব শেয়ারেই দামের তারতম্য হয়েছে। সম্ভাব্য ফল প্রকাশের পর বাজারের এই আমূল পরিবর্তন দেখে ভবিষ্যত নিয়ে আশাবাদী বিনিয়োগকারীরা । মোদী সরকার ক্ষমতায় এলে শেয়ার বাজারে আরও বড় কি পরিবর্তন আসে সেদিকেই নজর সকলের।