Stock Market: ভোট ফলাফলে শেয়ার মার্কেটে বড়ো ধস কেন জানেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Stock Market: মঙ্গলবার সারাদিন গণনার পর ফল প্রকাশ হলো ২০২৪ লোকসভা ভোটের। এদিন সকাল থেকেই ভেঙে পড়তে থাকে শেয়ার বাজার। একে একে সমস্ত সরকারি স্টকের মূল্য। নিফ্টি ৩০০০ এরও বেশি পয়েন্টে পরে যায়। চরম ক্ষতির মুখে বিনিয়োগকারীরা। মঙ্গলবার পুরো দিনে ৩০লক্ষ কোটি টাকার ক্ষতি হয় বিনিয়োগকারীদের। সোমবার বাজারের উন্নতিতে মঙ্গলবার এরূপ ক্ষতি আশঙ্কা করেননি প্রায় কেউই।

এই বিশাল ধসের কারণ কি জানেন? তাহলে জেনে নিন

  • ‌এক্সিট পোলে প্রকাশিত পরিসংখ্যানে ৩৬০+ আসনে বিপুল ব্যবধানে এনডিএ এগিয়ে থাকার কথা কিন্তু বাস্তবে গণনার সময় দুটি পরিসংখ্যান না মেলায় প্রথমেই ধসে পড়ে শেয়ার বাজার।
  • ‌বিরোধী শূন্য সরকার গঠনের সম্ভাব্য ফল প্রকাশের পর ইন্ডিয়া জোট ১৬০ এর বেশি আসন পাওয়ায় এর ছাপ পড়েছে বাজারে।
  • ‌এছাড়াও একক বিজেপি সরকার গঠন না হওয়াও এর অন্যতম কারণ।
আরও পড়ুন »   UPI Payment : সুখবর দিল ব্যাঙ্ক; UPI ব্যাবহারের ক্ষেত্রে পাওয়া যাবে এই বিশেষ সুবিধা

তবে যেহেতু স্বল্প ব্যবধানে হলেও নরেন্দ্র মোদিই আবার দিল্লিতে সরকার গঠন করবেন তাই বুধবার বাজার কিছুটা উঠবে বলেই ধরা যায়। তবে এই বিশাল টাকার ক্ষতি কবে মিটবে একথা নিশ্চিত বলা যায়না। এদিন হঠাৎ করে বাজারে ধস নামায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন সরকারি স্টক হোল্ডাররা। কেন্দ্রের আসন দখলের লড়াইয়ে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছে সরকারি ছোট বড় সংস্থা গুলি।

এক কথায় স্টক মার্কেটের পৃথিবীর এক অন্যতম কালো দিন হয়ে রইলো ৪ই জুন ২০২৪। এবার অপেক্ষা সরকার গঠনের। এরপরই হয়তো ধীরে ধীরে সামলে উঠবে পরিস্থিতি। হাজার হাজার টাকার লাভের অঙ্ক নিমেষে বদলে গেছে ক্ষতিতে। তাই এখন বিনিয়োগকারীদের চিন্তার ভাঁজ কপালে নিয়ে অপেক্ষার প্রহর কাটছে।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news