মহিলাদের জন্য সুখবর , ১% হারে মিলবে লোন কোনো গ্যারেন্টি ছাড়াই

কোনো দেশের বিকাশ বিশাল ভাবে নির্ভর করে ওই দেশের মহিলাদের অগ্রগতির উপর তাই ভারতেও বিষয়টিতে জোর দেওয়া হয়। তাই এবার মহিলারা পারবেন ২লক্ষ টাকা পর্যন্ত এককালীন লোন। যার সুদের হার হবে ১% প্রতি ১০০ টাকায়। অর্থাৎ প্রতি হাজারে ১০টাকা এবং প্রতি লাখে ১০০০ টাকা। যা অন্য যেকোনো সংস্থার চেয়ে কম শুল্কে।

কিভাবে পাবেন এই লোভনীয় ঋণ কি কি নিয়ম জেনে নিন:-

  • ‌উক্ত ঋণ পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই কোনো সরকারি রেজিস্টার্ড মহিলা সমিতি বা গোষ্ঠীর সদস্য হতে হবে।
  • ‌কমপক্ষে তিন মাসের জন্য ওই গোষ্ঠীর সদস্য হতে হবে।
  • ‌গোষ্ঠীর নিয়ম অনুযায়ী মাসিক ৫০, ১০০ বা ১৫০ টাকা বা তারও বেশি জমা করতে হবে। এই অর্থ চাইলে সুদ সমেত সকল সদস্য তুলে নিতে পারবেন।
  • ‌ঋণ নেওয়ার সময় আবেদনকারীকে তাঁর এবং পরিবারের একজন সদস্যের (প্রাপ্তবয়স্ক) সমস্ত পরিচয়পত্রের এক কপি জেরক্স জমা করতে হবে।
  • ‌ঋণ নেওয়া বা শোধ দুই ক্ষেত্রেই দলের সকল সদস্যের মত সমান গুরুত্বপূর্ণ এবং শিরোধার্য করতে হবে।
  • ‌উপযুক্ত কারণ দেখালে তবেই এই ঋণ পাওয়া সম্ভব।
  • ‌ঋণ পাওয়া থেকে পরবর্তী দশ মাসের মধ্যে সমস্ত টাকা সুদ সহ পরিশোধ করে দেওয়া বাঞ্ছনীয়।
  • ‌এক্ষেত্রে আবেদনকারী পরিশোধের টাকার পরিমাণ বাড়াতে বা কমাতে পারবেন।
  • ‌গোষ্ঠীর সদস্য হিসেবে সমস্ত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
  • ‌গোষ্ঠীটিকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের সাথে রেজিষ্টার করা থাকতে হবে অন্যথায় এই সুবিধা পাওয়া যাবেনা।
Good news for women, 1% loan without any guarantee
Good news for women, 1% loan without any guarantee

মূলত মহিলাদের ব্যবসা ও উচ্চ শিক্ষার জন্যই এই ঋণটি সরকার কতৃক ব্যাংক থেকে দেওয়া হয়। মেয়েদের স্বাবলম্বী করে তোলাই এর মূল লক্ষ্য।
তবে যদি কেউ এই ঋণ মেটাতে অক্ষম হন সেক্ষেত্রে দলের বাকি সদস্যের মিলিত সিদ্ধান্ত নিশ্চিত ধরা হবে।