Lic:- প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ সালে প্রথম LIC এর সাথে জোটবদ্ধ ভাবে ভারতীয় বয়স্ক নাগরিকদের ভবিষ্যত আলোকিত করে তোলার এক উপায় হিসেবে ঘোষণা করেন”প্রধানমন্ত্রী ভয় বন্দনা যোজনা”। এটি শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারাই চালিত হবে এবং এটি একটি অবসর নেওয়ার পর পেনশনের যোজনা। এর মাধ্যমে আবেদনকারী তাঁর ৬০ বছর বয়সের পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেনশন রূপে প্রতি মাসে পাবেন।
এই প্রকল্প অধীনে একমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবেন NRI খ্যাতিপ্রপ্ত কোনো ব্যক্তি এর আবেদন করতে পারবেননা। যোজনাটি করার ক্ষেত্রে বয়সের কোনো বিধি নিষেধ নেই। সুবিধাভোগী ৬০ বছর থেকে আজীবন ওই পেনশনের টাকা পেতে পারবেন।
প্রথমে এর সুদের হার ৮.৩ শতাংশ থাকলেও পরে তা কিছুটা কমিয়ে ৭.৪ করে দেওয়া হয়। এই ক্ষেত্রে এক কালীন দের লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে LIC এর মাধ্যমে। তবে সুদের হার আরও বাড়তে বা কমতে পারে টাকা মাসিক নাকি বাৎসরিক হিসেবে জমা করা হবে তার উপর। যোজনাটির মেয়াদ রাখা হয়েছে ১০ বছরের। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার বৃদ্ধ বয়সের পেনশন পাওয়ার কথা ভেবে LIC থেকে এই প্রধানমন্ত্রী ভয় বন্দনা যোজনাতে এককালীন বা মাসিক কোনো টাকা রাখেন তবে তাঁর ৬০ বছর বয়স থেকে শুরু করে আমৃত্যু এই পেনশনের সুবিধা পাবেন।
![LIC:- এর প্রধানমন্ত্রী ভয় বন্দনা যোজনায় পাওয়া যাবে পেনশনের সুবিধা,বিশদ জানুন](https://bongguider.com/wp-content/uploads/2024/06/LIC_-এর-প্রধানমন্ত্রী-ভয়-বন্দনা-যোজনায়-পাওয়া-যাবে-পেনশনের-সুবিধাবিশদ-জানুন-1-1024x576.jpg)
উক্ত প্রকল্পে সুবিধাভোগী চাইলে তিন বছর পলিসি চালানোর পর তাঁর পুরো অর্থের ৭৫% শতাংশ ঋণ হিসেবে নিতে পারেন। নূন্যতম দশ বছরের বিনিয়োগে বৃদ্ধ বয়সে মিলবে নিশ্চিত ভবিষ্যত। সরাসরি অনলাইন বা অফলাইন দুই মাধ্যমেই এর আবেদন করা যাবে। ৬০ বছর বয়স হওয়ার আগেই যদি কেউ টাকা তুলে নিতে চায় সেক্ষেত্রেও তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। তবে সেক্ষেত্রে তাঁর জমানো টাকার ট্যাক্স হিসেবে ২ শতাংশ টাকা কেটে নেবে সংস্থা। প্ল্যানটি কেনার সময় কোনো জিএসটি কাটা না হলেও টাকা তুলে নেওয়ার সময় কাটা হবে ট্যাক্স।