প্রতি বছর ৫- ই জুন তারিখটিতে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। মানুষের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার জন্য ১৯৭৪ সালে প্রথম এই দিনটি পালন করা হয়। এর পর কেটে গেছে ৫০ টা বছর পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে দিনে দিনে। প্রথম বছরে এর থিম ছিল অনলি ওয়ান আর্থ অর্থাৎ শুধুমাত্র একটাই পৃথিবী। আর এই পৃথিবী এখন অনেক সমস্যার সম্মুখীন যা তার ধ্বংসের কারণ হয়ে উঠছে দিনে দিনে।
জনসংখ্যা বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়ন, বৃক্ষ ছেদন, জল বায়ু মাটি দূষণ এই সমস্ত কারণে দিনে দিনে পৃথিবীর উষ্ণতা বেড়ে চলেছে। মানুষ নিজের চাহিদা মেটাতে বারবার আঘাত করছে পৃথিবীকে। অতিরিক্ত দূষণের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, মিথেন ও ক্লোরো ফ্লুরো কার্বনের মত বিষাক্ত গ্যাস বাতাসে মিশে পৃথিবীর চারিদিকে একটি মোটা আস্তরণ তৈরি করছে যার ফলে পৃথিবীতে উৎপন্ন অতিরিক্ত তাপ মহাকাশে উঠে যেতে পারছেনা এবং পৃথিবীতে থেকে বিশ্ব উষ্ণায়নের মত ভয়ংকর দুর্যোগ সৃষ্টি করছে।
১৯৭৪ সাল থেকেই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন হয়ে আসছে। এই বিশ্ব উষ্ণায়নের মত সমস্যায় পরিবেশের সাথে মানিয়ে নিতে না পেরে হারিয়ে যাচ্ছে অনেক উপকারী প্রাণী। বরফ গলতে শুরু করেছে। বিজ্ঞানীদের মতে এভাবে চলতে থাকলে আগামী ১৫ বছরের মধ্যে জলস্তর আরও বেড়ে যাবে এবং বিশ্বের কিছু গুরুত্বূর্ণ শহর ধীরে ধীরে চলে যাবে জলের নিচে।
![৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস, কেনো পালন হয় জানেন?](https://bongguider.com/wp-content/uploads/2024/06/৫ই-জুন-বিশ্ব-পরিবেশ-দিবস-কেনো-পালন-হয়-জানেন_-1024x576.jpg)
তাই বিশ্ব পরিবেশ ফোরাম বিশ্ব পরিবেশ দিবসে বিশ্বের মানুষদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানায়। বেশি পরিমাণ গাছ রোপণ করে, মার্জিত যানবাহন ও দূষণ কমিয়ে সুস্থ স্বাভাবিক পৃথিবী তৈরিতে সাধারণ মানুষের এগিয়ে আসা খুব প্রয়োজন। যদিও মানুষের মধ্যে এখন পরিবেশ সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে, সুস্থ পৃথিবী তৈরিতে মানুষ এখন মনোযোগী হয়ে উঠেছে।