SIP তেই বাজিমাত, ১০ বছরে টাকা দ্বিগুণ? কি বলছে সিপ ক্যালকুলেটর জেনে নিন – How TO Make Money

SIP তেই বাজিমাত, ১০ বছরে টাকা দ্বিগুণ? কি বলছে সিপ ক্যালকুলেটর জেনে নিন

Sip হলো মিউচুয়াল ফান্ড দ্বারা চালিত একটি বিনিয়োগ পক্রিয়া যেখানে বিনিয়োগকারীরা মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবেন। ব্যাংক গুলিতে প্রাপ্ত সুদের হারের চেয়ে বর্তমান সময় বাজারগত SIP বা মিউচুয়াল ফান্ড গুলিতে রিটার্ন এর হার বেশি হওয়ায় এখন সাধারণ বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে SIP এর উপর। সম্প্রতি উঠে আসা একটি তথ্য থেকে জানা যায় যুব সমাজের বেশিরভাগই এখন মিউচুয়াল ফান্ডের উপর বিশ্বাস রাখছেন।

স্মার্ট ভারতের সময়ে বেশি ব্যবহৃত এপ্লিকেশন গুলোর মধ্যে উঠে আসছে Groww, Angel One এর মতো এপ্লিকেশন গুলোর নাম। ঝুঁকি থাকলেও দ্বিগুণ রিটার্নের প্রবণতা খুব সহজেই খ্যাতি এনে দিয়েছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগকে। Groww এর SIP ক্যালকুলেটরে মাসিক বিনিয়োগ করতে দেওয়া টাকার পরিমাণ, সংস্থার সুদের হার ও ঠিক কতদিন পর্যন্ত আপনি টাকা বিনিয়োগ করে যেতে চান তা লিখলে আপনার সম্ভাব্য রিটার্ন সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। সেখানে কিছু কিছু বড়ো সংস্থা যাঁরা ১২ শতাংশ হারে রিটার্ন দেবে সেসব কোম্পানিতে ১০ বছরে জমা অর্থের দ্বিগুণেরও বেশি অর্থ রিটার্ন পাওয়া যাচ্ছে।

তবে মিউচুয়াল ফান্ডে যত বেশি সময়ের জন্য বিনিয়োগ করা যাবে বিনিয়োগকারী ঠিক তত লাভবান হবেন। স্বল্প সময়ের বিনিয়োগে লাভের মুখ দেখা গেলেও তা যথোপযুক্ত নাও হতে পারে। সাধারণত এক লক্ষ্য টাকা ১০ বছরে ৭.৪ সুদ পেয়ে ১লক্ষ ৮০ হাজার টাকায় পৌঁছতে পারে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে সরল সুদের উপর আবার সুদের হার চাপিয়ে ২ লক্ষের বেশি হতে পারে। যা বিনিয়োগকারীদের বেশি আকর্ষণ করছে।

SIP তেই বাজিমাত, ১০ বছরে টাকা দ্বিগুণ? কি বলছে সিপ ক্যালকুলেটর জেনে নিন
SIP তেই বাজিমাত, ১০ বছরে টাকা দ্বিগুণ? কি বলছে সিপ ক্যালকুলেটর জেনে নিন

এর ফলে উপকৃত হচ্ছে ভারতীয় ছোট বড়ো সংস্থা গুলিও। সাধারণ মানুষের বিনিয়োগ করা টাকায় সংস্থা গুলি তাদের ব্যবসার বিকাশে লাগাচ্ছে এবং পরবর্তীতে সেই টাকা ফিরে আসছে বিনিয়োগকারীদের একাউন্টে।

Scroll to Top