শুরু হয়েছে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ। এবারের যুগ্ম আয়োজক দেশ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। সেই টুর্নামেন্টের অষ্টম ম্যাচ খেলা হলো বুধবার আয়ারল্যান্ড ও ভারতের মধ্যে। আর সেই ম্যাচ খেলতে নেমে টুর্নামেন্টের শুরুতেই পাঁচটি মাইলস্টোন পর করলেন হিটম্যান। এদিন ৫২ রানের একটি ইনিংস খেলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। কিন্তু এতেই বাজিমাত। একটি দুটি নয় পাঁচটি মাইলস্টোন পার করলেন বিগ হিটার রো হিট ম্যান।
- টি টোয়েন্টি ক্রিকেটে নিজের ৪০০০ রানের মাইলস্টোন পর করেন তিনি।
- আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৬০০ টি ৬ মারা সম্পন্ন করেন।
- টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ১০০০ রান সম্পূর্ণ করেন।
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাদা বলের ক্রিকেটে ১০০ টি ৬ মারা সম্পূর্ণ করেন।
- আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে এদিন ৩০০ টি ম্যাচ যেতেন হিটম্যান।
টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুর সংযোজন থেকে আজ অবধি প্রতিটি বিশ্বকাপই তিনি খেলেছেন। অনবদ্য একটি ক্রিকেট ক্যারিয়ার উপহার দিয়েছেন ভক্ত দের। ভারতীয় ওপেনার তথা বর্তমান অধিনায়ক রোহিত শর্মা বারবার ভারতের জন্য ব্যাটে নেমে ছন্দ তৈরি করেছেন। আর সেই ছন্দতেই বহুবার বাজিমাত হয়েছে ভারতের।
![বিশ্বকাপের শুরুতেই পাঁচ পাঁচটি মাইলস্টোন ভারতীয় অধিনায়ক রোহিতের নামে](https://bongguider.com/wp-content/uploads/2024/06/বিশ্বকাপের-শুরুতেই-পাঁচ-পাঁচটি-মাইলস্টোন-ভারতীয়-অধিনায়ক-রোহিতের-নামে-1024x576.jpg)
টুর্নামেন্টের শুরুতেই তাকে স্বমহিমায় দেখে ট্রফি জয়ের বিষয়ে আশাবাদী হচ্ছেন অনেকেই। সকল ভারতীয় ক্রিকেট প্রেমীর মনে এখন ভয় মিশ্রিত উৎকণ্ঠা। রোহিতের নেতৃত্বে ভারত বাহিনী পারবে তো আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ভারতে ফেরাতে। শুভেচ্ছাবার্তায় ভরছে ভারতীয় ক্রিকেট দল।