NSE India: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এর নতুন রেকর্ড, একদিনে সব থেকে বেশি ট্রেডিং – How TO Make Money

NSE India: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এর নতুন রেকর্ড, একদিনে সব থেকে বেশি ট্রেডিং

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE India হলো ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ সংস্থা। এবার ৫ই জুন রেকর্ড করলো একদিনে সব চেয়ে ট্রান্সাকশনের। বৃহস্পতিবার একদিনে হওয়া সবচেয়ে বেশি ট্রেডিংয়ের নতুন রেকর্ড করলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। স্টক মার্কেট এখন উপার্জনের নতুন দিশা হয়ে ধরা দিয়েছে মানুষের কাছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আওতায় ট্রেডিং করতে গেলে বিনিয়োগকারীদের প্রথমে একটি একাউন্ট খুলতে হয় নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে। নিজের ছবি, আইকার্ড এবং সই ও প্রমাণ হিসেবে জমা করতে হয়। এরপর একটি একাউন্ট খোলা হয় সেটিকে বলা হয় ডিমাট একাউন্ট। NSE স্বীকৃত SEBI কতৃক তারপর ওই ডিম্যাট একাউন্ট থেকে বিনিয়োগ করা সম্পূর্ণ হয়।

এদিন NSE এর তরফে জানানো হয় যে ৫ ই জুন বৃহস্পতিবার প্রায় ১৯৭১ কোটি টাকার অর্ডার দেওয়া হয়েছে এবং প্রায় ২৮.৫৫ কোটি টাকার ট্রেডিং সম্পন্ন হয়েছে। একদিনের হিসেবে যা সর্বচ্চো। এদিন NSE ইন্ডিয়ার CEO আশীষ চৌহান এই বিষয়ে বিস্তারিত নিজের এক্স হ্যান্ডেলে জানান। তিনি বলেন ” @nseindia সব থেকে বেশি লেনদেনের একটি বিশ্ব রেকর্ড করেছে ৫ই জুন মাত্র ৬ ঘণ্টা ১৫ মিনিট সময়ের মধ্যে । একদিনে ১৯৭১ কোটির অর্ডার এবং একদিনে ২৮.৫৫ কোটি টাকার ট্রেড হয়েছে।”

এই ঘটনাটি ঘটেছে যখন নিফ্টি৫০ আবার উপরে উঠতে শুরু করে। লোকসভা ভোটের ফল প্রকাশের দিন ৪ই জুন নিফ্টির ৭ শতাংশ ভাঙনের পর এদিন ৫ই জুন যখন ৩.৩৬ শতাংশ উন্নতি পেয়ে প্রায় ২২৬২০ পয়েন্টে পৌঁছায়। বিশ্বের অন্যতম বৃহত্তম এই স্টক এক্সচেঞ্জ সংস্থা সম্প্রতি একটি ইলেকট্রিক যানবাহন ও অটোমোবাইলের কার্যকারিতার উপর গুরি বোঝার জন্য ভারতের প্রথম থিমেটিক ইনডেক্সের প্রকাশ করেছেন।

Stock Market News
Stock Market News

লোকসভা ভোটের আগের গুঞ্জন অনুযায়ী ভোটের ফলাফল প্রকাশের পর বাজারে একটি উড়ান দেখার কথা ছিল কিন্তু ফলাফলে এনডিএ একক সরকার গঠন করতে না পারায় বাজারে প্রবল ধস নামে। বৃহস্পতিবার সেই ধস থেকে বাজার কিছু উঠতে শুরু করলেও এখনও পুরোপুরি লাভের মুখ দেখতে পারেনি বিনিয়োগকারীরা। এদিনের এই রেকর্ডে বাজারে একটি ভালো প্রভাব ফেলবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

Scroll to Top