শিয়ালদহ শাখায় বাতিল ১৪৭টি ট্রেন, ভোগান্তির মুখে যাত্রীরা – How TO Make Money

শিয়ালদহ শাখায় বাতিল ১৪৭টি ট্রেন, ভোগান্তির মুখে যাত্রীরা

পূর্ব রেলের অন্যতম একটি ব্যস্ত রেল স্টেশন হলো শিয়ালদহ রেল স্টেশন। সেখান থেকেই ছাড়া হয় বিভিন্ন দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন থেকে শুরু করে বিভিন্ন লোকাল ট্রেন। এখান থেকেই চলে হাসনাবাদ ও বনগাঁর মত ব্যস্ততম লাইনের ট্রেনগুলি। এছাড়াও আরো অনেক ছোট বড় শাখায় ট্রেন চলাচল ঘটে এই স্টেশন থেকেই। সেই একক ভারতের সময় থেকে বঙ্গভঙ্গ শিয়ালদহ স্টেশন বয়ে নিয়ে গেছে ইতিহাসের অনেক চিহ্ন। রোজ প্রায় লক্ষাধিক মানুষের যাওয়া আসা হয় এখানে। তাই যাত্রী সুরক্ষার ক্ষেত্রেও এখানে কোনো খামতি নেই। প্রায় শত বছরের পুরানো এই স্টেশনটিতে এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া। আর এবার সেই কাজেই ব্যাহত রেল চলাচল।

সূত্রের খবর শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নাম্বার লাইনে কাজ চলার দরুন এখনোও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বন্ধ থাকবে প্রায় ১৪৭টি ট্রেন। ৫ই জুন মধ্যরাত থেকে আগামী ৯ই জুন পর্যন্ত চলবে কাজ। ইতিমধ্যেই ভোগান্তির মধ্যে শত শত যাত্রী। একেকটি ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে। ফলে আরও বেশি মানুষের চাপ বাড়ছে। গন্তব্যস্থলে পৌঁছানোর বিলম্বে নাজেহাল যাত্রীরা।

২১ টি প্ল্যাটফর্মের মধ্যে মাত্র ১২টি প্লাটফর্মে ১২টি কম্পার্টমেন্ট যুক্ত গাড়ি ঢোকার উপযুক্ত ছিল। ইতিমধ্যেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ সম্পন্ন হয়েছে। এবার রুট গুলিতে বৈদ্যুতিন এবং ইন্টারলকের কাজ চলছে যার জন্য ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল হচ্ছে ১৪৭ টি লোকাল ট্রেন। আর কিছু লোকাল ট্রেন শিয়ালদহ থেকে ঘুরিয়ে দমদম জংশন বা দমদম ক্যান্টরমেন্টের মতো স্টেশন গুলিতে দেওয়া হয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি চোখে পড়ার মতো অবস্থায় রয়েছে।

শিয়ালদহ শাখায় বাতিল ১৪৭টি ট্রেন, ভোগান্তির মুখে যাত্রীরা
শিয়ালদহ শাখায় বাতিল ১৪৭টি ট্রেন, ভোগান্তির মুখে যাত্রীরা

সপ্তাহের শেষে যাত্রীদের চাপ কম থাকলেও আজ শুক্রবার সবারই কর্মস্থলে যাওয়ার একটি চাপ আছে। তার মুখেই এরকম সমস্যার মধ্যে পড়ে অসহায় যাত্রীরা। তবে যাত্রীদের সুবিধার্থেই ভারতীয় রেল নিজেকে উন্নত থেকে আরও উন্নত করে তুলছে এই ভেবেই সমস্ত ভোগান্তি মেনেই চলাচল করছেন যাত্রীরা।

Scroll to Top