দুর্ঘটনা যেকোনো সময় আসতে পারে শুধু সেই দুর্ঘটনার সাথে মোকাবিলা করার মতো ক্ষমতা জোগাড় করে রাখতে হবে গোড়া থেকেই। মানুষের রোজকার জীবনের অনিশ্চয়তা কাটাতে ভবিষ্যতের একটি পোক্ত ব্যবস্থা করে রাখা বাধ্যতামূলক হয়ে উঠেছে। । আর লাভদায়ক মাধ্যম হিসেবে এখন মিউচুয়াল ফান্ডের নাম সবার আগে উঠে আসছে। একমাত্র মিউচুয়াল ফান্ডেই জমাকৃত অর্থের দ্বিগুণ রিটার্ন পাওয়া যেতে পারে। তবে তার জন্য শুরু করতে হবে মান্থলি SIP তে বিনিয়োগ।
মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞরা সাধারণত মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ দীর্ঘমেয়াদের জন্য করতে বলে থাকেন। কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের জন্য কি ? তাঁদের জন্যও রয়েছে মিউচুয়াল ফান্ডের SIP। যেখানে মাসিক মাত্র ১০০০০ টাকার বিনিয়োগে পাবেন তেইশ লক্ষের বেশি। MF এ সাধারণত দীর্ঘ সময়ের বিনিয়োগে বছরে ১২ শতাংশ সুদে রিটার্ন পাওয়া যায়। যা প্রথম বছরের পর থেকে চকৃবৃদ্ধির হারে বাড়তে থাকে।
এই বেশি রিটার্নের সুবিধা নিতে যত বেশি সময়ের জন্য বিনিয়োগ করবেন রিটার্ন পাওয়া যাবে তত ভালো। তাই মোটামুটি ১০ বছরের জন্য বিনিয়োগ করা সব থেকে বেশি লাভ দায়ক হবে। এর জন্য কোনো ব্যক্তি যদি মাসে ১০ হাজার টাকার SIP করেন তবে সেক্ষেত্রে তিনি বছরে জমাচ্ছেন এক লক্ষ কুরি হাজার টাকা। মোট দশ বছরে জমাবেন বারো লক্ষ টাকা। যার উপর ১২% সুদের চক্রবৃদ্ধি হয়ে দশ বছরের সুদ বাবদ পাবেন এগারো লক্ষ তেইশ হাজার টাকার বেশি। যা মোট একটি ২৩ লক্ষ টাকার বেশি একটি ফান্ড হয়ে দাঁড়াবে।

ওই টাকা তখন ব্যবসা , নতুন বাড়ি তৈরিতে, সন্তানের উচ্চ শিক্ষা বা বিপদের সময় চিকিৎসার খরচ যুগিয়ে পাশে থাকবে ওই ব্যক্তির। তাই জন্যই নিজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করে তুলতে দিন দিন মানুষের মধ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝোঁক বেড়েই চলেছে।