ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে এখন মানুষ বিনিয়োগ করায় উদ্যোগী হয়েছে। ভবিষ্যত চিন্তা, সন্তানের শিক্ষা, চিকিত্সা সব নিয়ে এই মূল্যবৃদ্ধির সময়ে বিনিয়োগ ছাড়া উপায় নেই। টেক সেভি মানুষ এখন তাই বিনিয়োগে মন দিয়েছে। আর সেই জন্যই বিনিয়োগের সংস্থা গুলি একেরপর এক সিম নিয়ে আসছে গ্রাহকদের জন্য। একাধিক মাধ্যমের মধ্যে উল্ল্যেখযোগ্য একটি মাধ্যম হয়ে উঠেছে মিচুয়াল ফান্ডের অন্তর্গত SIP।
অতিরিক্ত রিটার্ন এবং চক্রবৃদ্ধি সুদ সহ থাকছে একেরপর এক ধামাকা। এবার মাত্র ১০০০ টাকা জমালে হওয়া যাবে লাখপতি। সমাজের নিচু স্তরের মানুষ যারা লাখ টাকার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন পূরণের পথে সেতু হলো মিউচুয়াল ফান্ড। এখানে মাসিক ভিত্তিতে টাকা জমা করতে শুরু করতে হয়। এবং প্রতিবছর চক্রবৃদ্ধি হারে সেই টাকার পরিমাণ বাড়তে থাকে।
কোনো ব্যক্তি যদি ১০০০ টাকা করে প্রতি মাসে জমাতে থাকে। তবে সে এক বছরে জমায় ১২০০০ টাকা। এবং ১২ শতাংশ হারে সুদ পেলে মাত্র ৬ বছরের বিনিয়োগেই হতে পারেন লাখপতি। ১২ হাজার টাকা প্রতি বছরের হিসেবে জমালে ওই ব্যক্তি ৬ বছরে জমাতে পারেন ৭২০০০ টাকা। সঙ্গে ৬ বছরের সুদ বাবদ সম্ভাব্য রিটার্ন পাওয়া যেতে পারে ৩৩৭৫৭ টাকা। অর্থাৎ মোট পাওয়া যেতো ১,০৫,৭৫৭ টাকা।
সাধারণত মহিলা এবং নিম্ন শ্রেনীর মানুষদের বিনিয়োগের মানসিকতা তৈরি এবং তাদের জীবনের মান উন্নত করার জন্যই এই সুবিধা রেখেছে মিউচুয়াল ফান্ড এর sip সিস্টেমে। মাত্র ১০০ টাকা থেকেই শুরু হয় SIP। এবং এর কোনো সর্বাধিক সীমা নেই। উন্নত ভারতে বিনিয়োগ বাড়লে উন্নতি বাড়বে বলেই সকলে আশা করছেন।