আজকাল বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের জুরি মেলা ভার। স্বল্প মেয়াদের বিনিয়োগে ঝুঁকি থাকে অনেক গ্রাহকই এই মাধ্যমটি এড়িয়ে চলেন। তবে বলে রাখি বিভিন্ন বিশেষজ্ঞদের মতে দীর্ঘ মেয়াদী বিনিয়োগের জন্য মিউচুয়াল ফান্ড সবথেকে বেশি সুযোগ প্রদানকারী মাধ্যম। এখানে বিনিয়োগকারী স্বাচ্ছন্দ্যে ইচ্ছেমত পরিমাণ টাকা নিজের পছন্দ মতো বেছে নেওয়া সময়ের ব্যবধানে বিনিয়োগ করতেও পারবেন।
আর এরকমই সুবিধা দিয়ে একের পর এক লোভনীয় রিটার্ন দিচ্ছে মিউচুয়াল ফান্ড। বর্তমানে SIP পরিষেবার জন্য এর নাম উঠে আসছে আরও বেশি করে। বার্ষিক ১২ শতাংশ সুদের হার এটাকে আরও আকর্ষণীয় করে তুলছে বিনিয়োগকারীদের কাছে। অর্থাৎ প্রতি বছর জমাকৃত অর্থের উপর ১২% হারে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে। এর ফলে দ্রুত বাড়ে মূলধনের পরিমাণ।
এরকমই একটি পরিসংখ্যান বলছে যদি কোনো ব্যক্তি প্রতি মাসের ৩০০০ টাকার SIP শুরু করেন তবে বছরে তিনি জমান ৩৬ হাজার টাকা। এবার যদি ওই ব্যক্তি কুড়ি বছর একটানা ২০ বছর টাকা কমাতে থাকেন তবে তিনি মোট জমাবেন ৭ লক্ষ ২০ হাজার টাকা। এবং এই কুড়ি বছরে মোট সুদ পাবেন মোটামুটি ২২ লক্ষ ৭৭ হাজার টাকা। যা জমা করা অর্থের প্রায় তিন গুণ। এবং শেষমেশ কুড়ি বছরে ওই ব্যক্তি রিটার্ন পাবেন প্রায় ৩০ লক্ষ টাকা।
সাধারণ মানুষকে বিশেষজ্ঞরা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে বলেন মিউচুয়াল ফান্ডে। এতে বাজারের ওঠা নামায় কোনো প্রভাব ফেলতে পারেনা জমা অর্থের উপর। তবে স্বল্প সময়ের বিনিয়োগে স্বল্প হলেও শেয়ার বাজারের প্রভাব আসে।