সন্তানের বিয়ের চিন্তা শেষ, মধ্যবিত্তের হাতের মুঠোয় এবার SIP এর ছোঁয়ায় স্বপ্ন পূরণ

দিন দিন বেড়ে চলা দুর্মূল্যের বাজারে ঠিক মত খাদ্য সংস্থান করাই দায় হয়ে উঠেছে। সেখানে ছেলে মেয়ের বিয়ের চিন্তা নেহাত ছোট নয়। গয়না গাটি, লক খাওয়ানো সব মিলিয়ে একটা বড় খরচ। সেইসব কিভাবে জোগাড় হবে তার চিন্তায় বিভোর হয়ে থাকার দিন শেষ। মিউচুয়াল ফান্ডের SIP তেই হবে বাজিমাত। কীভাবে? জানুন

মিউচুয়াল ফান্ড হলো বর্তমান ভারতের অন্যতম একটি বিনিয়োগ মাধ্যম এখানে দৈনিক, মাসিক, ত্রৈমাসিক বা বাৎসরিক হিসেবে টাকা বিনিয়োগ করা যায়। এই পদ্ধতিতে বিনিয়োগকে SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলা হয়। এতে জমা কৃত অর্থের উপর ১২ শতাংশ সুদ প্রদান করা হয়। এবং যা প্রতি বছর চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে।

এই উপায়েই যদি কোনো বাবা মা সন্তানের বিবাহ হোক বা তার সার্বিক উন্নতির কথা ভেবে তার জন্মের সময় থেকেই ১৫০০ টাকা প্রতিমাসে জমানো শুরু করে তবে সেক্ষেত্রে তার ২৫ বছর বয়সে পাওয়া যেতে পারে এক কালীন ২৮ লক্ষ টাকা। যা অনায়াসেই কোনো বড়ো বিষয়ের খরচ বহন করতে পারে।

সন্তানের বিয়ের চিন্তা শেষ, মধ্যবিত্তের হাতের মুঠোয় এবার SIP এর ছোঁয়ায় স্বপ্ন পূরণ
সন্তানের বিয়ের চিন্তা শেষ, মধ্যবিত্তের হাতের মুঠোয় এবার SIP এর ছোঁয়ায় স্বপ্ন পূরণ

যদি কোনো ব্যক্তি তার সন্তানের জন্মের পর থেকে মাসে ১৫০০ টাকার বিনিয়োগ শুরু করেন তবে বিনিয়োগের ২৫ বছরে তিনি মোট জমাবেন সাড়ে চার লক্ষ টাকা। এবং এর উপর সুদ হিসেবে পাওয়া যাবে প্রায় ছাড় লক্ষ টাকা। যা শেষে সুদ ও আসল মিলে দাঁড়ায় ২৮ লাখ টাকারও বেশি। যা ওই সন্তানের বিয়ের ভালো খরচ ওঠাতে পারবে।