EPFO: প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য এবার এক দারুন সুখবর দিল কেন্দ্রীয় সংস্থা এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। যার ফলে এবার থেকে পিএফ-র টাকা তুলতে গিয়ে গ্রাহকদের হয়রানি হওয়ার দিন শেষ হতে চলেছে।
EPFO থেকে টাকা তোলা সহজ হচ্ছে। খবরটা শোনা গেল কিছুদিন আগে। প্রত্যাহারের প্রক্রিয়াতেও বেশ কিছু বড় পরিবর্তন আনা হচ্ছে। এখন পর্যন্ত, EPFO থেকে অনলাইনে টাকা তুলতে হলে ব্যাঙ্কের পাসবুক বা চেকের পৃষ্ঠার ছবি আপলোড করতে হতো। কিন্তু, এখন থেকে সেই প্রয়োজন ফুরিয়ে আসছে।সূত্রের খবর, দ্রুত আবেদনকারীদের হাতে টাকা পৌঁছে দিতে, যাচাই প্রক্রিয়া সহজ করতেই এই কাজ করা হচ্ছে বলে খবর। EPFO-এর নতুন সার্কুলার স্পষ্টতই বলছে, অনলাইনে যে সমস্ত আবেদন আসছে তা নিষ্পত্তির সুবিধার্থে আবেদন করার সময় আর পুরনো প্রক্রিয়া অনুসরণ করা হবে না।
নতুন নিয়মে টাকা তোলার পদ্ধতি:
প্রথমে অনলাইনে ব্যাঙ্ক KYC যাচাই করা হবে। নিয়োগকর্তা ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট (DSC) ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করবেন। তারপর খতিয়ে দেখা হবে আবেদনকারীর আধার নম্বর যাচাই করা হয়েছে কি না।
এখন থেকে তাহলে কীভাবে তোলা যাবে টাকা?
প্রথমে যেতে হবে EPFO পোর্টালে। UAN এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করুন। লগ ইন করার পরে, আপনাকে অনলাইন পরিষেবাগুলিতে যেতে হবে। তারপর ক্লেম সিলেক্ট করতে হবে। এর পরে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করতে হবে। তারপর কত টাকা আপনি তুলতে চাইছেন তা জানাতে হবে। কী কারণে তুলতে চাইছেন তা ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে। এরপরে আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি আসবে। তা দিয়ে সাবমিট করতে হবে ফর্ম।
প্রসঙ্গত, কিছুদিন আগেই EPFO অগ্রিম টাকা তোলার সীমা বাড়িয়েছে। আগে যা ছিল বর্তমানে সেই পরিমাণ দ্বিগুণ করেছে। আগে এই সীমা ছিল মাত্র ৫০ হাজার টাকা। যা এখন বেড়ে হয়েছে ১ লক্ষ টাকা। একইসঙ্গে টাকা তোলার আবেদন করার পর পুরো প্রক্রিয়া শেষ হয়ে অ্যাকাউন্টে টাকা জমার ক্ষেত্রেও কমছে সময়।