বাজারে আসছে ১০০ কিলোমিটার মাইলেজের নতুন ইলেকট্রিক স্কুটার। চমক লাগালো Zelio Ebikes – How TO Make Money

বাজারে আসছে ১০০ কিলোমিটার মাইলেজের নতুন ইলেকট্রিক স্কুটার। চমক লাগালো Zelio Ebikes

দেশে ক্রমাগত বাড়ছে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার। পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে যানবাহন প্রস্তুতকারী সংস্থাগুলি একেরপর এক ইলেকট্রিক গাড়ি আনছে। এই সব গাড়ি গুলিতে ধোঁয়া এবং শব্দ একেবারেই হয়না বললেই চলে। এর ফলে ভালো থাকে পরিবেশ। শব্দ এবং বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। আর এবার এই ধরনের গাড়িতেই ঝোঁক বাড়ছে গ্রাহকদের।

টু হুইলারের জগতে জেলিও ইবাইকস একটি উজ্জ্বল নাম। সুদর্শন চেহারার বিশাল মাইলেজ সহ ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে চলেছে এই নামজাদা সংস্থাটি। ভারতের বাজারে এটি এই সংস্থার চোদ্দতম মডেল হিসেবে প্রকাশ পেতে চলেছে। এবং ভারতীয় পন্য ব্যবহার করার উপর জোর দিতে, ভারতের অটোমোবাইল উন্নতি ঘটাতে সংস্থাটি ভারতেই তৈরি করছে এই ১০০ কিলোমিটার মাইলেজের ইলেকট্রিক স্কুটারটি।

সংস্থার তরফে স্কুটারটির শুধুমাত্র হেড লাইটের ছবি প্রকাশ করা হয়েছে তবে এটা জানানো হয়েছে গাড়িটি তৈরি করা হচ্ছে দুর্ধর্ষ লুকের সাথে। যা পারফরমেন্সের পাশে স্কুটারটিকে আরও পছন্দের করে তুলবে। মোট ১৮০কেজির ভার নেওয়ার ক্ষমতা রাখে এই স্কুটার, এছাড়া পুরো চার্জ থাকা অবস্থায় এটি ১০০ কিলোমিটার যেতে পারে এবং ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে চলতে পারবে।

বাজারে আসছে ১০০ কিলোমিটার মাইলেজের নতুন ইলেকট্রিক স্কুটার। চমক লাগালো Zelio Ebikes
বাজারে আসছে ১০০ কিলোমিটার মাইলেজের নতুন ইলেকট্রিক স্কুটার। চমক লাগালো Zelio Ebikes

সংস্থার যুগ্ম প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর কুণাল বাবু জানান কম গতির স্কুটারের বিক্রির উপর ভিত্তি করে ভারতের বাজারে এই সংস্থা উচ্চ গতির ইলেকট্রিক স্কুটার আনতে পেরে আশাবাদী। তাঁর মতে আধুনিক প্রযুক্তি এবং অসাধারণ লুকের এই হাই স্পিড স্কুটারটি একটি নতুন রেকর্ড তৈরি করবে।

Scroll to Top