Aadhaar Card Cancelled: আপডেট করা হচ্ছে আধার কার্ড, বাতিল হচ্ছে না।

Aadhaar Card cancelled: বাংলার বিভিন্ন জেলায় বহু মানুষের আধার নম্বর বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার মধ্যে কেবল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ৫০ জনের আধার নম্বর বাতিল হয়েছে বলে অভিযোগ। এছাড়া বীরভূম, দুই ২৪ পরগনা, এমনকি উত্তরবঙ্গেরও অনেকের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে আধার নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ।

আধার কার্ডের নম্বর বাতিল হয়ে গিয়েছে এবং এটি ডিঅ্যাক্টিভেট হয়েছে বলে বাড়িতে একটি চিঠি প্রাপ্ত হয়েছে। এরকম ঘটনা সম্পর্কে অনেক জল্পনা চর্চা হচ্ছে। ব্যাঙ্ক, বীমা, গ্যাসের ভর্তুকি, জনকল্যাণমুখী বিভিন্ন সরকারি প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে আধার নম্বর লিঙ্ক করা হয়েছে। এছাড়াও, আধার কার্ড পরিচয়পত্র হিসাবেও ব্যবহার হয়। যদিও আধার কার্ড বন্ধ হওয়ায় সাধারণ মানুষের জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। এই সমস্যার সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। এই সম্পর্কে আইডি সংশোধন এবং বিকাশ নিয়ে PTI তথ্য জানা গেছে।

কী জানা যাচ্ছে?

আধার কার্ড বাতিল হচ্ছে কিনা সে সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছে PTI, যা UIDAI থেকে প্রাপ্ত এক বিশেষ সূত্র অনুযায়ী প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আধার কার্ড বাতিল হচ্ছে না, পরিবর্তে শুধুমাত্র আধারের তথ্য আপডেট করা হচ্ছে। এই আপডেটের বিষয়ে গ্রাহকদের কাছে নিয়মিত বিজ্ঞপ্তি প্রেরণ করা হচ্ছে। তবে, কোনও আধার নম্বর বাতিল করা হয়নি।

যদি কারও আধার নম্বর নিয়ে কোনও অভিযোগ থাকে, তাহলে তাঁরা অভিযোগ জানাতে পারবেন। সরাসরি UIDAI-এর ওয়েবসাইট https://uidai.gov.in/en/contact-support/feedback.html -এ অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ খতিয়ে দেখে অবিলম্বে সমস্যার সমাধান করা হবে বলেও UIDAI সূত্র মারফৎ জানা যাচ্ছে।

প্রসঙ্গত, বাংলার বিভিন্ন জেলায় বহু মানুষের আধার নম্বর বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার মধ্যে কেবল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ৫০ জনের আধার নম্বর বাতিল হয়েছে বলে অভিযোগ। এছাড়া বীরভূম, দুই ২৪ পরগনা, এমনকি উত্তরবঙ্গেরও অনেকের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে আধার নম্বরের সংযোগ ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে সোমবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন তিনি। পাশাপাশি কেউ কোনও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে না আশ্বাস দিয়ে রাজ্যে আধার পোর্টাল খোলার কথাও জানান মুখ্যমন্ত্রী।

প্রয়োজনীয় লিঙ্ক: