আবেদন করুন NSDL স্কলারশিপে এবং প্রতি বছর ১২,০০০ টাকা বৃত্তি পান! – How TO Make Money

আবেদন করুন NSDL স্কলারশিপে এবং প্রতি বছর ১২,০০০ টাকা বৃত্তি পান!

পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সুখবর। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড প্রতি বছর শিক্ষার্থীদের 12,000 টাকা পর্যন্ত বৃত্তি দিচ্ছে। সমস্ত ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারেন। প্রতি বছর এনএসডিএল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সোপান হিসেবে বৃত্তি প্রদান করে।

Join Whatsapp Group

Join Now

Join Telegram Group

Join Now

National Securities Depository Limited Scholarship 2023 এ আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? এই বৃত্তি তে কিভাবে আবেদন করবেন ছাত্র-ছাত্রীরা? আবেদনের জন্য কিরকম Eligibility Criteria প্রয়োজন বিস্তারিত নিচের আলোচনায় বলা হলো। আগ্রহী প্রার্থীরা শেষ তারিখের আগে আবেদন করুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত:-

উক্ত স্কলারশিপ এ আবেদনের জন্য প্রার্থীর নিচের যোগ্যতা গুলি থাকতে হবে।

১) আবেদনকারী শিক্ষার্থী কে অবশ্যই ভারতীয় হতে হবে।

২) ছাত্র-ছাত্রী উভয়ই আবেদন করতে পারবেন।

৩) আবেদনকারী প্রার্থী কে রেগুলার মোডে পড়াশোনা করে থাকতে হবে।

৪) অষ্টম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন জানাতে পারবেন।

৫) আগের বছরের বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ষাট শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে।

৩) বিদ্যার্থীর পরিবারের বার্ষিক আয় ৩ লাখ টাকার মধ্যে হতে হবে।

কোন ক্লাসে কত টাকা দেওয়া হয়?

NSDL Scholarship এর অধীনে VIII ও IX শ্রেণীর পড়ুয়াদের বার্ষিক ২.৫ হাজার টাকা, X ক্লাসের শিক্ষার্থীদের ৩.৫ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিদ্যার্থীদের বার্ষিক ৫,০০০ টাকা এবং স্নাতক-স্নাতকোত্তর স্তরের যোগ্য পড়ুয়াদের প্রতি বছরে ১২,০০০ টাকা পর্যন্ত বৃত্তি দিয়ে থাকে উক্ত সংস্থা।

আবেদন পদ্ধতি:-

NSDL Scholarship এ আবেদনের জন্য পড়ুয়াদের https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/scholarship এই পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এরপর লগইন করে এপ্লাই নাও এ ক্লিক করলে অনলাইন আবেদন পত্রটি ওপেন হবে। প্রয়োজনীয় তথ্যের সাহায্যে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন।

আবেদনের সময়, নির্দিষ্ট ফরম্যাটে ছবি, স্বাক্ষর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি স্ক্যান করে আপলোড করুন। আবেদন জমা দেওয়ার আগে সমস্ত তথ্য সাবধানে পরীক্ষা করুন।

প্রয়োজনীয় নথি:-

এই স্কলারশিপ আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলো প্রয়োজন।

১) প্রার্থীর আধার কার্ড।

২) পূর্ববর্তী ক্লাসের বার্ষিক পরীক্ষার মার্কশীট।

৩) বর্তমান কোর্সের ভর্তির স্লিপ।

৪) পাসপোর্ট মাপের ফটো।

৫) আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয়ের শংসাপত্র।

৬) Bank Account Details।

আবেদনের সময়সীমা:-

এনএসডিএল স্কলারশিপ এ ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে আবেদনের শেষ তারিখ ২৯ শে অক্টোবর, ২০২৩। ইচ্ছুক প্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করুন।

IMPORTANS LINKS :-

অফিশিয়াল ওয়েবসাইটClick Here
Telegram JoinClick Here
Whatsapp LinkClick Here
Scroll to Top