Bank Account: ব্যাংক থেকে কেটে নিচ্ছে ৪৩৬ টাকা? জানুন কেনো এবং কিভাবে প্রতিকার করবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank Account: সমস্ত ব্যাংক এর গ্রাহকরাই একটি অনিচ্ছাকৃত ৪৩৬ টাকা কেটে নেওয়ার মতো সমস্যায় ভুগছেন। প্রতি ক্ষেত্রেই তাদের অভিযোগ তাদের ব্যাংক থেকে কোনো আগাম বিবৃতি ছাড়াই কেটে নিচ্ছে টাকা। তবে জানেন কেনো কাটছে টাকা? শুধু শুধুই কি হেনস্থা করছে ব্যাংক?


আসল ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। ওই সময় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সাধারণ নাগরিকদের জন্য প্রধান মন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা বীমা যোজনা নামে দুটি প্রকল্প সকলের সামনে আনেন। এই প্রকল্পে সুবিধাভোগীদের প্রতি বছর ৪৩৬ টাকা মূল্যের একটি প্রিমিয়াম দিতে হবে। যা ওই ব্যক্তির মৃত্যুর পর দুই লাখ টাকার এক কালীন একটি টাকা বীমা হিসেবে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সেই সময় যারা এই প্রকল্পের আবেদন করেন তারা যদি সেই সময় অটো পে অর্থাৎ স্বয়ংক্রিয় ভাবে টাকা জমা হওয়ার অপশন টি বেছে নিয়ে থাকেন তবে প্রতি বছর মে মাসের ৩১ তারিখের মধ্যে টাকাটি কোনো অনুমতি ছাড়াই ব্যাংক থেকে কেটে নেওয়া হবে। আর এই জন্যই ওই গ্রাহক দের এক্যাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা। ২০১৫ সাল থেকেই এই যোজনা চালু হলেও এতদিন এই বিষয়টি আলোয় আসেনি বিশেষ কিন্তু বর্তমানে আধুনিকতার যুগে সবকিছুই ডিজিটাল এবং মোবাইল ফোনের সাথে যোগ থাকায় বিষয়টি বিশাল ভাবে সবার সামনে এসেছে।

আরও পড়ুন »   ATM Fraud: ATM-এ গিয়ে এই ভুল করছেন না তো? নিমেষেই ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

তবে যদি কোনো গ্রাহক এই টাকা দিতে না চান বা অক্ষম হন বাএই বীমা থেকে কোনো গ্রাহক নিজের নাম কাটাতে চান তবে সেই উপায়ও রেখেছে ব্যাংক। এর জন্য গ্রাহককে রেজিস্টার্ড ব্যাংক একাউন্ট সহ ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে এবং নির্দিষ্ট একটি ফ্রম লিখে জমা দিলে কিছু দিনের মধ্যে বীমাটি ওই গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে এবং পরবর্তীতে আর তার একাউন্ট থেকে কোনো টাকা কেটে নেওয়া হবেনা। এবং ওই গ্রাহক তার বীমার দরুন আর কোনো সুবিধা পাবেন না।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news