Bank Auto Sweep Service: মধ্যবিত্তের জন্য বড় ধামাকা! সেভিংসে টাকা থাকলেও মোটা টাকা সুদ, জানুন কিভাবে

Bank Auto Sweep Service: ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলে তার উপরে সুদ পাওয়া যায় সেটি সবারই জানা আছে ৷ তবে সেক্ষেত্রে অ্যাকাউন্ট সেভিংস বা কারেন্ট হোক নাকেন ৷ সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে ভিন্ন সুদের হার ৷ ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেও অনেকে এটাই জানেন না যে ব্যাঙ্কে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যা সত্যিকারেই জানেন না ৷

ব্যাঙ্কের পক্ষ থেকে অটো স্যুইপ সার্ভিসের মাধ্যমে অ্যাকাউন্টে তিনগুণ বেশি সুদ পাবেন ৷ এই সুবিধা পেতে গেলে ব্যাঙ্কে গিয়ে এই পরিষেবার ব্যাপারে বলতে হবে ৷ অটো স্যুইপ সার্ভিস (Auto Sweep) এমন এক সুবিধা ৷ যা গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে এই সুবিধা পেতে গেলে অটো স্যুইপ সার্ভিস এনেবেল করতে হবে ৷

এই সার্ভিসের সঙ্গে যদি অ্যাকাউন্ট খোলা হয় সেক্ষেত্রে তিনগুণ বেশি সুদ পাবেন ৷ যদি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে জমা টাকা স্যুইপ লিমিট পার হয়ে যায় সেক্ষেত্রে অটো স্যুইপ সুবিধা সক্রিয় হয়ে যায় ৷এই কাজ করার বিভিন্ন পদ্ধতিতে অ্যাকাউন্টে একটি লিমিট বা সীমা স্থির করতে হবে ৷ এরপরেই এই জমা টাকা এফডিতে পরিণত হয়ে যায় ৷ 

ধরে নেওয়া যাক অ্যাকাউন্টে ২০,০০০ টাকা লিমিট ধার্য করা হয়েছে ৷ কিন্তু ৬০,০০০ টাকা জমা আছে অ্যাকাউন্টে ৷ এই সার্ভিসের অন্তর্গত ২০,০০০ টাকার পরে যে ৪০,০০০ টাকা পড়ে থাকে সেটি এফডিতে রূপান্তরিত হয়ে যাবে সরাসরি ৷এরফলে মোট জমা ৬০,০০০ টাকার মধ্যে ২০,০০০ টাকা সেভিংস অ্যাকাউন্ট অনুসারে সুদ হবে, আর বাকি ৪০,০০০ টাকা ফিক্সড ডিপোজিটের হারে সুদ পাবেন ৷ 

ব্যাঙ্কে অটো স্যুইপে যেখানে ফিক্সড ডিপোজিটের হারে সুদ পাবেন অতি সহজেই ৷ একই সঙ্গে এই সার্ভিসের আরও বেশ কয়েকটি সুবিধা রয়েছে ৷ জমা টাকায় যখন বেশি পরিমাণে সুদ পাওয়া যায় তখনই গ্রাহকেরা আরও বেশি বেশি করে টাকা জমা রাখার ক্ষেত্রে আগ্রহ দেখান ৷ এই কারণেই নিয়মিত সেভিংসের পরিমাণও বৃদ্ধি পায় ৷

Bank Auto Sweep Service
Bank Auto Sweep Service

সেভিংস অ্যাকাউন্টের টাকা যা এফডিতে পরিণত হয়েছে তা যেকোনও সময়েই তুলে ফেলা যায় ৷ ফিক্সড ডিপোজিটে ম্যাচিউরিটির সময় সময় সম্পন্ন হওয়ার আগেই তুলে ফেলা যায়, এতে কোনও রকমের কোনও আর্থিক ক্ষতি হয়না ৷ 

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥 আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

Leave a comment