Bank Holiday:মার্চ মাস জুড়ে টানা ১৪দিন বন্ধ থাকবে ব্যাংক! এক নজরে ছুটির তালিকা দেখে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank Holidays In March 2024:ফেব্রুয়ারী মাস শেষ দিকে, চলতি সপ্তাহ থেকেই মার্চের শুরু। আর মার্চ মাস জুড়ে রয়েছে শিবরাত্রি থেকে শুরু করে দোলযাত্রার মতো উৎসব। এই উৎসবের কারণে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাংক। তাই মার্চ মাসে ব্যাঙ্কের কোনো কাজ থাকলে তা আগেই মিটিয়ে নিন। সম্প্রতি আরবিআই মার্চ ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। মার্চ জুড়ে কোন কোন দিন ব্যাংক ছুটি থাকছে?

নিয়ম অনুযায়ী মাসের প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাংক। তবে এগুলো ছাড়াও বিভিন্ন রাজ্যের সামাজিক, ধর্মীয় উৎসব কিংবা জাতীয় উৎসবের কারণে দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকে। কখনো সারা দেশ জুড়ে একদিনে বন্ধ থাকে ব্যাংক। আবার কখনো কিছু রাজ্যে বন্ধ থাকে ব্যাংক। এ অবস্থায় ২০২৪ সালের মার্চ মাসে কোন রাজ্যের ব্যাংকগুলি কদিন ছুটি থাকবে, তা আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

আরও পড়ুন »   Mahtari Vandana Yojana: মাহতারি বন্দনা যোজনার অপেক্ষা শেষ! এইসব মহিলাদের অ্যাকাউন্টে কিস্তির টাকা ঢুকছে

মার্চ জুড়ে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক?(Bank Holidays In March 2024)

মার্চ মাসে ব্যাংক বন্ধের তালিকা
নংব্যাংক বন্ধের তারিখব্যাংক বন্ধের বার ব্যাংক বন্ধের কারন
১)০১/০৩/২০২৪শুক্রবারঐদিন চাপচার কুটের এর কারণে মিজোরাম রাজ্যের সকল ব্যাংক বন্ধ থাকবে।
২)০৩/০৩/২০২৪রবিবাররবিবার হওয়ার কারণে সমগ্র দেশের ব্যাংক বন্ধ থাকবে।
৩)০৮/০৩/২০২৪শুক্রবারমহা শিবরাত্রি এরকারনে একাধিক রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে।
৪)০৯/০৩/২০২৪শনিবারমার্চ মাসের দ্বিতীয় শনিবার তাই সম্পূর্ণ দেশের ব্যাংক বন্ধ থাকবে।
৫)১০/০৩/২০২৪রবিবাররবিবারের জন্য সমগ্র দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি থাকবে।
৬)১৭/০৩/২০২৪রবিবারমার্চ মাসের তৃতীয় রবিবার ঐদিন দেশের সকল ব্যংক বন্ধ থাকবে
৭)২২/০৩/২০২৪শুক্রবারবিহার দিবস উপলক্ষে সম্পূর্ণ বিহার জুড়ে ব্যাংক বন্ধ থাকবে।
৮)২৩/০৩/২০২৪শনিবারমার্চ মাসের চতুর্থ শনিবার তাই ঐদিন সমগ্র দেশ জুড়ে ব্যাংক বন্ধ।
৯)২৪/০৩/২০২৪রবিবাররবিবারের কারণে দেশের সমস্ত জায়গার ব্যাংক বন্ধ থাকবে।
১০)২৫/০৩/২০২৪সোমবারহোলি এবং দোল পূর্নিমা এর কারণে শুধুমাত্র কয়েকটি শহর এবং একটি রাজ্য বাদ দিয়ে পুরো দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১)২৬/০৩/২০২৪মঙ্গলবারহোলির কারণে ভোপাল, ইম্ফল পাটনায় ব্যাংক বন্ধ থাকবে
১২)২৭/০৩/২০২৪বুধবারহোলির কারণে শুধুমাত্র পাটনায় ব্যাংক বন্ধ থাকবে।
১৩২৯/০৩/২০২৪শুক্রবারগুড ফ্রাইডে উপলক্ষে কয়েকটি শহর বাদ দিয়ে সম্পূর্ণ দেশে ব্যাংক বন্ধ থাকবে।
১৪)৩১/০৩/২০২৪রবিবারএই দিন রবিবারের কারণে পুরো দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holidays In March 2024

এক্ষেত্রে অব্যশই জানিয়ে রাখি যে ভারতীয় রিজার্ভ ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইট এ পুরো দেশে কোন মাসে কি কারণে ব্যাংক বন্ধ থাকবে সেটা সম্পূর্ন উল্লেখ করা রয়েছে। সেক্ষেত্রে আপনি RBI এর সেই লিস্টটি দেখতে পারেন » Bank Holiday RBI List

আরও পড়ুন »   Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন, প্রতি মাসে ৫৫০০ টাকা পাবেন, বিস্তারিত এখানে

প্রয়োজনীয় লিঙ্ক:

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news