মাসে মাত্র ১০০০ টাকার বিনিয়োগে মাত্র কয়েক বছরে হবেন লাখপতি , জানুন কিভাবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকালকার দিনে যেকোনো ব্যাংকগুলির তুলনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কৃত অর্ধের উপর প্রায় দের গুণ বেশি সুদ পাওয়া যাওয়ার ফলে সেদিকেই বাড়ছে সাধারণ মানুষের ঝোঁক। বিগত কিছু বছরে হু হু করে বেড়েছে শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডের জনপ্রিয়তা। সমস্ত মানুষের একটি বাড়তি উপার্জনের পথ হিসেবে বার বার সামনে এসেছে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারের জনপ্রিয়তা।

আর সেই জনপ্রিয়তা নেহাত অকারণে আসেনি তার একেরপর এক প্রমাণ দিচ্ছে উক্ত সংস্থা গুলি। এবার মিউচুয়াল ফান্ড নিয়ে এলো ১০০০ টাকা মাসিক বিনিয়োগে SIP করে লাখপতি হওয়ার সুযোগ। সেই সুযোগ আর হাতছাড়া করবেন না। বিশেষত সমাজের নিম্ন শ্রেণীর মানুষরা বেশি লাভবান হবেন বলে মেনে নেওয়া যেতে পারে।

আরও পড়ুন »   EPF Account Merge Process: আর চিন্তা নেই! চাকরি পরিবর্তন করলেও একাধিক EPF অ্যাকাউন্টকে এক UAN-এ মার্জ করুন, এই সহজ উপায়ে

যদি কোনো ব্যক্তি মিউচুয়াল ফান্ডে মাসিক ১০০০ টাকার SIP করেন তবে ১০ বছরের ব্যবধানে পাওয়া যাবে প্রায় আসলের সমান রিটার্ন। যাতে লাখপতি হওয়া নিশ্চিত হবেই। যদি কোনো ব্যক্তি মাসিক ১০০০ টাকায় SIP করেন তবে তিনি বছরে ১২০০০ টাকার বিনিয়োগ সম্পূর্ণ করতে পারবেন এবং ১০ বছরে সেই পরিমাণ অর্থ গিয়ে দাঁড়াবে ১২০০০০ টাকায়।

মাসে মাত্র ১০০০ টাকার বিনিয়োগে মাত্র কয়েক বছরে হবেন লাখপতি , জানুন কিভাবে
মাসে মাত্র ১০০০ টাকার বিনিয়োগে মাত্র কয়েক বছরে হবেন লাখপতি , জানুন কিভাবে

দশ বছরের বিনিয়োগে সর্বনিম্ন ১২ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত সুদের হারে রিটার্ন পাওয়া যেতে পারে । যদি ১২ শতাংশ হারেও ওই ব্যক্তি রিটার্ন পান তবে সেই হিসেবে তিনি ১১২০০০ টাকার রিটার্ন সুদ হিসেবে পাবেন। এবং সেক্ষেত্রে মোট রিটার্ন পাবেন ২ লক্ষ ৩২ হাজার টাকারও কিছু বেশি। যা প্রায় দ্বিগুণ। আর এর জন্য বেছে নিতে হবে যথা যোগ্য একটি ফান্ড।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news