বেস্ট ক্যামেরার স্মার্টফোন হিসেবে সামনে আসতে চলেছে iphone 16 Pro, কি কি ফিচারস দেবে? জানুন – How TO Make Money

বেস্ট ক্যামেরার স্মার্টফোন হিসেবে সামনে আসতে চলেছে iphone 16 Pro, কি কি ফিচারস দেবে? জানুন

চলতি বছরের সেপ্টেম্বরেই অ্যাপল তাদের 16 সিরিজ নিয়ে স্মার্টফোনের বাজারে আসতে চলেছে। এই সিরিজটি নিয়ে আইফোন লাভারদের মনে উৎকণ্ঠার অন্ত নেই। একের পর এক তথ্য সামনে উঠে আসছে গত কয়েক মাস ধরেই। তবে এক বিশ্বস্ত সূত্রের দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে এই সিরিজের 16 pro এবং pro max ফোন দুটির ক্যামেরা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। এ থেকে বুঝা যায় এবার আইফোন বাজারে আনতে চলেছে সব থেকে ভালো ক্যামেরার আইফোন।

সূত্রের খবর অনুযায়ী দুটি স্মার্টফোনেই পেরিস্কোপ লেন্সের ব্যবহার করা হয়েছে। প্রথম বারের মতো pro স্মার্ট ফোনে ক্যামেরায় মিলবে 5x জুম করার সুযোগ। শোনা যাচ্ছে অ্যাপল নিজেদের কাস্টমারদের সাথে কথা বলে প্রো ম্যাক্স এর মত এক্সট্রা জুমিং ফেসিলিটি দিয়েছে প্রো কেও।

প্রো ম্যাক্সে একটি সুপার টেলিফটো লেন্স দেওয়া হবে পরিষ্কার এবং রঙিন ফটো তোলার সাহায্যের জন্য। এছাড়াও এটি সম্ভবত আরও বেশি কুমিং পাওয়ার দিতে পরে 16 প্রো ম্যাক্স মডেকটিকে। এছাড়াও শোনা যাচ্ছে এর বাহ্যিক ডিজাইনেও বদল চোখে পড়বে। উভয় ফোনেই দেওয়া হতে পারে একশন বটন।

16 এর সাধারণ ধরনটি সম্ভবত A18 চিপসেট ব্যবহারে চলবে, যা এই মডেলের ফোন গুলিকে আরও শক্তি প্রদান করবে। শোনা যাচ্ছে উভয় স্মার্ট ফোন দুটি AI চালিত OS 18 অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে চলবে। যা এই স্মার্টফোন দুটিকে আরোও ফাস্ট এবং স্মুথ করে দেবে। সব মিলিয়ে ক্যামেরার নিরিখে সেরা শিরোপা নিতে অ্যাপল সংস্থা সেপ্টেম্বরে আনছে তাদের 16 সিরিজের দুটি ফোন যথা iphone 16 Pro ebong iphone 16 Pro max।

Scroll to Top