স্টেট ব্যাংকের বড়ো ধামাকা, ৪০০ দিনে মালামাল হবে গ্রাহকরা। কিভাবে জানুন – How TO Make Money

স্টেট ব্যাংকের বড়ো ধামাকা, ৪০০ দিনে মালামাল হবে গ্রাহকরা। কিভাবে জানুন

ভারতীয় সমস্ত সরকারি এবং অর্ধ সরকারি ব্যাংক গুলির মধ্যে স্টেট ব্যাংকের পরিষেবার জন্য বেশ নামডাক রয়েছে। একের পর এক প্রকল্প নিয়ে আসছে স্টেট ব্যাংক তার গ্রাহকদের জন্য। এবার আবারও নিয়ে এলো একটি বিশেষ ধামাকা। মাত্র ৪০০ দিনে ধনী হতে চাইলে এটিই তার সুবর্ণ সুযোগ। সামনে এলো অমৃত কলস স্কিম। যা যেকোনো গ্রাহককেই ৪০০ দিনেই মালামাল করে দিতে পারে।

স্টেট ব্যাংকের এই অমৃত কলস স্কিমটি আসলে একটি ফিক্সড ডিপোজিট স্কিম। যেখানে কোনো গ্রাহক ৪০০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের মাধ্যমে ৭.৬ শতাংশ সুদ পেতে পারবেন। তবে এই বিশেষ স্কিমটিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) এর গ্রাহকরাই নিজেদের অর্থ বিনিয়োগ করতে পারবেন। SBI অমৃত কলস স্কীমটিতে বিনিয়োগ করার সময় আগেই শেষ হয়ে যাওয়ায় ব্যাংক এর তরফে বিনিয়োগের শেষ সীমা হিসেবে ২০২৪ সালের ৩০ শে সেপ্টেম্বর দিনটিকে ধার্য করা হয়েছে। অর্থাৎ এই বিশেষ সুযোগটি স্থায়ী হবে শুধুমাত্র চলতি বছরের ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত।

স্টেট ব্যাংক সূত্রে জানানো হয়েছে এই অমৃত কলস স্কিমে ফিক্সড ডিপোজিট করলে সাধারণ মানুষরা পাবেন ৭.১০ শতাংশ হারে সুদ। আর সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে বিশেষ সুবিধা। তাঁদের দেওয়া হবে ৭.৬০ শতাংশ হারে সুদ।

নির্ধারিত সময়ের মধ্যে যে কেউ এই প্ল্যানটিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের মাধ্যম হিসেবে অফলাইন বা অনলাইন দুই ভাবেই করা যেতে পারে। আবেদনকারীর অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকে চালু একাউন্ট থাকতে হবে। তবেই সে এই সুবিধা পেতে পারে। এছাড়াও এই স্কিমে বিনিয়োগকারীকে লোনের সুবিধাও দেবে স্টেট ব্যাংক।

স্টেট ব্যাংকের বড়ো ধামাকা, ৪০০ দিনে মালামাল হবে গ্রাহকরা। কিভাবে জানুন
স্টেট ব্যাংকের বড়ো ধামাকা, ৪০০ দিনে মালামাল হবে গ্রাহকরা। কিভাবে জানুন

স্কিমটির মাচুরিটির পর TDS বাবদ টাকা কাটা হয় এবং সুদের টাকা সরাসরি একাউন্টে দেওয়া হয়। এছাড়াও যদি কোনো ব্যক্তি ৪০০ দিনের আগেই বিনিয়োগকৃত অর্থ তুলে নিতে চান তবে সেক্ষেত্রে ১ শতাংশ পর্যন্ত সুদের হার কমিয়ে মূলধন সহ বাকি সুদের টাকা সহ ফেরত দেওয়া হবে।

Scroll to Top