Vodafone গ্রাহকদের জন্য বিরাট সুখবর, ভারতে পাকাপাকি ভাবে আসতে চলেছে 5G পরিষেবা – How TO Make Money

Vodafone গ্রাহকদের জন্য বিরাট সুখবর, ভারতে পাকাপাকি ভাবে আসতে চলেছে 5G পরিষেবা

স্মার্টফোনের এই যুগে বড়ো বড়ো নেটওয়ার্ক কানেকশন সংস্থা গুলির মধ্যে অন্যতম একটি নাম হলো ভোডাফোন। প্রথমে বাজারে হাচ নামে এলেও ক্রমে ক্রমে নাম বদল হয়ে ভোডাফোন, ভোডাফোন আইডিয়া বা Vi নাম নিয়ে বর্তমানে পরিষেবা দিচ্ছে। বড়ো বড়ো সংস্থা গুলির মধ্যে ইতিমধ্যেই জিও এবং এয়ারটেল নিজেদের 5g পরিষেবা ভারত জুড়ে চালু করে ফেলেছে। এর মধ্যে প্রথম ভারতে 5g আনে জিও। এবার পাকাপাকি ভাবে ভারতে 5g পরিষেবা দেওয়ার কথা জানিয়ে দেওয়া হলো Vi এর তরফে।

কিছু দিন আগে সংস্থাটি ভারতের কিছু কিছু অঞ্চলে 5g পরিষেবার ট্রায়াল দিয়ে নিয়েছে। এবার তাই পাকাপাকি ভাবে পুরো দেশে 5g নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Vi। এতদিন অর্থের অভাবেই 5g পরিষেবা বাজারে আনতে পারেনি সংস্থাটি। তাঁরা অর্থের জোগাড় করেই পরিষেবা ছড়িয়ে দিতে উদ্যত হয়েছে।

শনিবার ভোডাফোন আইডিয়ার তরফে জানানো হয় যে তারা সমস্ত সার্কেলে নূন্যতম 5g পরিষেবা প্রদান বাধ্যবাধকতা সম্পন্ন করেছে। চলতি বছরের শেষে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর নাগাত পুরো দেশ সাক্ষী হবে Vi এর সুপারফাস্ট 5g নেটওয়ার্কের। অন্য সব সংস্থা 5g পরিষেবা এনেছে প্রায় বছর খানেক আগে। এতদিনেও ভোডাফোন আইডিয়ার টনক নড়েনি বলে একপ্রকার অসন্তুষ্ট হচ্ছিলেন গ্রাহকরা। তবে অবশেষে এই ঘোষণায় সকলেই আনন্দিত।

Vodafone গ্রাহকদের জন্য বিরাট সুখবর, ভারতে পাকাপাকি ভাবে আসতে চলেছে 5G পরিষেবা
Vodafone গ্রাহকদের জন্য বিরাট সুখবর, ভারতে পাকাপাকি ভাবে আসতে চলেছে 5G পরিষেবা

এই সিদ্ধান্তের গুঞ্জন কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল। সেই মতো শুক্রবার ভোডাফোন আইডিয়ার শেয়ারও কিছুটা উঠতে দেখা যায় শেয়ার বাজারে। সম্প্রতি যেহেতু পুরো দেশ জুড়ে Vi কাজ শুরু করতে চলেছে তাই বিনিয়োগকারীদের একাংশ Vi তে বিনিয়োগ করার এই সময়কে একটি ভালো সময় হিসেবে ধরছেন।

Scroll to Top