DA:ভোটের আগে কেন্দ্রের কর্মচারীদের মুখে ফুটবে হাসি, মার্চে বৃদ্ধি পাবে ৪ শতাংশ ডিএ। – How TO Make Money

DA:ভোটের আগে কেন্দ্রের কর্মচারীদের মুখে ফুটবে হাসি, মার্চে বৃদ্ধি পাবে ৪ শতাংশ ডিএ।

কেন্দ্র সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য দারুন খবর! আবার বাড়তে চলেছে ডিএ। বিভিন্ন মিডিয়া রিপোর্ট সূত্রে জানা যাচ্ছে, আগামী মার্চ মাসে কেন্দ্রের কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়তে চলেছে। লোকসভা ভোটের আগেই খুশির খবর পেতে চলেছে কর্মীরা। ডিএ বৃদ্ধির ফলে মোটা টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশন ভুক্ত কর্মী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি পাবে।

বিভিন্ন রিপোর্ট মারফত জানা যাচ্ছে AICPI সূচক ১৩৯.১ শতাংশে পৌঁছেছে। আগামীতে এই সূচক আরও বাড়তে পারে। আর এই সূচকের ভিত্তিতেই নির্ধারণ করা হয় মহার্ঘ ভাতা বা DA। সূচক বৃদ্ধি পাওয়ার ফলে মহার্ঘ ভাতাও বৃদ্ধি করবে কেন্দ্র। কেন্দ্র সরকারের কর্মীদের জানুয়ারি ও মার্চ মাসে ডিএ সংশোধন করা হয় এবং মার্চ মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী মার্চ মাসেও বাড়তে পারে ডিএ।

বর্তমানে কেন্দ্রের কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। তবে মার্চে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেলে কেন্দ্রের কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশে। এর আগে ২০২৩ সালের ১লা অক্টোবর কেন্দ্রের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়েছিল। তখন ডিএ বেড়ে দাড়ায় ৪৬ শতাংশে। গত বছরের ১লা জুলাই থেকে এই বর্ধিত হারে ডিএ  কার্যকর করা হয়েছিল। এদিকে মার্চে ডিএ বাড়লে, গত ১লা জানুয়ারি থেকে তা কার্যকর করা হতে পারে বলে মনে করছেন অনেকে।

এবার প্রশ্ন হলো ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেলে কত টাকা বেতন বাড়বে? এ বিষয়টি একটু বুঝিয়ে বলি। কোনো এক কেন্দ্র সরকারের কর্মীর বেতন যদি ৫৩,৫০০ টাকা হয়ে থাকে তাহলে ৪৬ শতাংশ ডিএ অনুযায়ী ওই কর্মী ২৪,৬১০ টাকা ডিএ পেয়ে থাকে। তবে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হলে ৫০ শতাংশ ডিএ অনুযায়ী ডিএ বেড়ে দাঁড়াবে ২৬,৭৫০ টাকা। অর্থাৎ বেতন বৃদ্ধি পাবে ২১৪০ টাকা।

শুধু ডিএ নয়, পাশাপাশি বৃদ্ধি পাবে ডিআর-ও। এতে করে উপকৃত হবেন পেনশনভোগীরা। ডিএ যেমন কর্মরত কর্মীদের দেওয়া হয়, তেমন কেন্দ্রের অবসর প্রাপ্ত পেনশনভোগী কর্মীদের মহার্ঘ ত্রাণ বা DR প্রদান করা হয়। আগামী মার্চে ডিএ-র পাশাপাশি ৪ শতাংশ ডিআর বৃদ্ধি পাবে।

প্রয়োজনীয় লিঙ্ক:

Scroll to Top