LPG Subsidy:এই প্রকল্পে কেন্দ্র দিচ্ছে ৩৬০০ টাকা ভর্তুকি! লাভ পেতে পারেন আপনিও…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LPG Subsidy: অত্যধিক বাজার মূল্যের ভেতরেই কেন্দ্রের এই প্রকল্প যেন অনেকটাই স্বস্তির নিশ্বাস। ৩৬০০ টাকার ভর্তুকি (LPG Subsidy) দিচ্ছে কেন্দ্র সরকার। ভোটের আগেই বিরাট ঘোষণা কেন্দ্র সরকারের (Central Govt Scheme)। রান্নার গ্যাসের (Cooking Gas) ব্যবহারে যারা কেন্দ্রের উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছেন তাদের মিলবে ৩৬০০ টাকা পর্যন্ত ভর্তুকি। কীভাবে পাবেন, জেনেনিন।

LPG Subsidy for Women by Central Govt

কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্পের (PM Ujjwala YojanaUpdate) অধীনে গ্রাহকেরা ভর্তুকি পেতেন ২০০ টাকা করে। অর্থাৎ প্রথমে তাদের বাজারের দামেই রান্নার গ্যাস কিনতে হত। আর কেনার পর কেন্দ্র সরকার ডিবিটি (DBT) এর মাধ্যমে সরাসরি গ্রাহকের একাউন্টে জমা করে দিল ভর্তুকির ২০০ টাকা। তবে এবারে সেই ভর্তুকি বৃদ্ধি করা হল ১০০ টাকা। অর্থাৎ এবার থেকে রান্নার গ্যাস পিছু মিলবে ৩০০ টাকা ভর্তুকি।

আরও পড়ুন »   সুখবর! এবার বাড়িতে বসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখা চালু করে দিল রাজ্য

গত ২০১৬ সালের মে মাসে প্রথম চালু হয়েছিল এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana Update) প্রকল্প। সরকারি পরিসংখ্যান অনুসারে আজ ২০২৪ সালে প্রায় ১০ কোটি মানুষের কাছে পৌঁছে গেছে এই সুবিধা। ১২ হাজার কোটি টাকা খরচ করে কেন্দ্র সরকার এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিচ্ছে সারা দেশের জনগণকে।

সারা বছরে মোট ১২টি রান্নার গ্যাস নিতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে। আর সেক্ষেত্রে প্রতিবারে ৩০০ টাকা করে মোট ৩৬০০ টাকার ভর্তুকি পাবেন তাঁরা। গত বৃহস্পতিবার কেন্দ্রের মন্ত্রী পীযূষ গোয়েল মহাশয় জানিয়েছেন, দেশের কোটি কোটি মা-বোনেদের উপকার হবে এই প্রকল্পে।

রান্নার গ্যাসের সাবসিডি চেক করার পদ্ধতি

  • আপনার উজ্জ্বলা ভর্তুকির বিবরণ চেক করার বিভিন্ন উপায় রয়েছে:
আরও পড়ুন »   Khelashree Prakalpa 2024: খেলাশ্রী প্রকল্পে ১০০০ টাকা করে দেবে রাজ্য সরকার! কিভাবে পাবেন দেখে নিন

অনলাইন পদ্ধতিতে চেক:

  • 1.MyLPG পোর্টাল:
  • MyLPG পোর্টালে যান এবং আপনার 17-সংখ্যার LPG ID লিখুন।
  • 2. আপনি আপনার গ্যাস সিলিন্ডারের বুকলেটে বা আপনার এলপিজি ডিস্ট্রিবিউটরকে কল করে আপনার এলপিজি আইডি খুঁজে পেতে পারেন।
  • 3.PAHAL (DBTL) ওয়েবসাইট:
  • PAHAL (DBTL) ওয়েবসাইটে যান এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা এলপিজি আইডি লিখুন।

SMS করে যেভাবে চেক করবেন:

আপনার “এলপিজি আইডি” লিখে একটি এসএমএস পাঠান 14454 নম্বরে। আপনি আপনার ভর্তুকির বিবরণ সহ একটি এসএমএস পাবেন।

মোবাইল অ্যাপ ব্যবহার করে চেক:

UMANG অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার আধার কার্ড দিয়ে রেজিস্টার করুন। তারপরে আপনি অ্যাপের মাধ্যমে আপনার উজ্জ্বলা ভর্তুকির বিবরণ অ্যাক্সেস করতে পারেন।

প্রয়োজনীয় লিঙ্ক:

Leave a comment

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news