DA HIKE: রাজ্যে ফের বাড়বে DA, বড় সুখবর – How TO Make Money

DA HIKE: রাজ্যে ফের বাড়বে DA, বড় সুখবর

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। লোকসভা ২০২৪ ভোটের ফলাফল প্রকাশের পর বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্যটি উঠে এসেছে। জুলাই মাসের বেতন থেকেই তারা এই অতিরিক্ত DA এর সুবিধা ভোগ করবেন। এই নিয়ে কিছু মাসের ব্যবধানে পর পর তিন বার DA বাড়ানো হলো রাজ্য সরকারের তরফে।

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় একটি সমাবেশ সভায় চার শতাংশ DA বাড়ানোর কথা ঘোষণা করেন। অর্থাৎ প্রত্যেক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধিক কর্মরত কর্মী তাদের প্রাপ্ত মাইনের উপর চার শতাংশ বেশি টাকা পাবেন। এপ্রিল থেকে এই বেতন বৃদ্ধি জারি করা হিসেবে ধরা হবে এবং মে নয় বরং জুলাই থেকে তাদের বৃদ্ধি প্রাপ্ত বেতন দেওয়া হবে।

DA অর্থাৎ ডিয়ারনেস আলাওয়েন্স। এটি সাধারণত রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হয়। এই বেতন বৃদ্ধির আওতায় যেকোনো সরকারি বিদ্যালয়, অফিস, আদালত বা হাসপাতালে কর্মরত কর্মীদের উদ্দেশ্যে দেওয়া হয়। রাজ্য সরকারের অর্থ দপ্প্তরের এই প্রস্তাবটি সরকারি ভাবে স্বীকারোক্তি দেওয়া হয়েছে। যেটি ২০২৪ সালের ১লা জানুয়ারিতে গ্রহণযোগ্য ঘোষণা হলেও কার্যকরী হয়ে বেতন বৃদ্ধি পেতে চলেছে জুলাই মাস থেকে।

DA HIKE: রাজ্যে ফের বাড়বে DA, বড় সুখবর
DA HIKE: রাজ্যে ফের বাড়বে DA, বড় সুখবর

২০২৪ সালের মে মাসে ওই অর্থ বছরের জন্য বাজেট পেশ করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবং সেখানেই এই DA বৃদ্ধির কথা সামনে আনা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং DA দেওয়ার পরিমাণ রাজ্য সরকারি কর্মচারীদের চেয়ে অনেকাংশে বেশি বলে ক্ষোভ প্রকাশ করেন কর্মচারীরা । দীর্ঘদিন ক্ষোভ প্রকাশের পর পুনরায় বেতন ৪% বাড়ার কারণে খুশি প্রকাশ করেছেন অনেকেই।

Scroll to Top