সন্তানের উচ্চশিক্ষার চিন্তা শেষ, ৫৫০০ টাকা সঞ্চয় করে পাওয়া যাবে ৪২লক্ষ টাকা, জানুন কিভাবে – How TO Make Money

সন্তানের উচ্চশিক্ষার চিন্তা শেষ, ৫৫০০ টাকা সঞ্চয় করে পাওয়া যাবে ৪২লক্ষ টাকা, জানুন কিভাবে

ক্রমাগত সব কিছুর মূল্য বেড়ে চলেছে। এরই মধ্যে সন্তান আসার আগে থেকেই তার প্রাথমিক শিক্ষা, পড়াশুনো সব মিলিয়ে বিশাল পাহাড় সমান চিন্তার ভাঁজ নামে বাবা মায়ের মুখে। সব মিলিয়ে হিমশিম খেতে হয় তাদের। এরপর আসে তার উচ্চ শিক্ষা আর বিয়ের চিন্তা। একের পর এক রেলের কম্পার্টমেন্টের মতো সেজে থাকা চিন্তার পাহাড় এবার ভেঙে দেওয়ার সময় এসে গেছে। আবারো ভরসা যোগাবে মিউচুয়াল ফান্ড।

মিউচুয়াল ফান্ড হলো বিনিয়োগের এমন একটি মাধ্যম যা গ্রাহককে প্রথমে ধীরে ধীরে এবং একটু সময় পর থেকে ঝড়ের বেগে রিটার্ন দিতে শুরু করে। আবারো একটি নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে ৫৫০০ টাকার মাসিক sip তে সন্তানের উচ্চ শিক্ষার বয়সেই মিলবে ৪২ লক্ষ টাকার ব্যাপক রিটার্ন। কীভাবে আর কত বছরে? জানুন

মিউচুয়াল ফান্ড সাধারণত বার্ষিক ১২% সুদ দেয়। যা ১৫% অবধি হতে পারে তবে তার জন্য দরকার সময়। এখানে বিনিয়োগের চাবিই হলো সময়। যত সময় ততই লাভ। এই জন্যই কোনো ব্যক্তি যদি সন্তানের উচ্চশিক্ষার চিন্তা কাটাতে তার জন্মের পর থেকেই প্রতি মাসে ৫৫০০ টাকার sip শুরু করেন এবং সন্তানের ১৮ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করে যান সেক্ষেত্রে তিনি ১৮ বছরে জমাবেন ১১,৮৮,০০০ টাকা।

সন্তানের উচ্চশিক্ষার চিন্তা শেষ, ৫৫০০ টাকা সঞ্চয় করে পাওয়া যাবে ৪২লক্ষ টাকা, জানুন কিভাবে
সন্তানের উচ্চশিক্ষার চিন্তা শেষ, ৫৫০০ টাকা সঞ্চয় করে পাওয়া যাবে ৪২লক্ষ টাকা, জানুন কিভাবে

যদি মিনিমাম সুদের হার ধরেই হিসেব করা হয় তবে ওই ব্যক্তি ১৮ বছরে সুদ হিসেবে পাবেন ৩০,২১,০০০ টাকা। এবং সব মিলিয়ে পাবেন ৪২,০৯,০০০ টাকা। যা একটি বাচ্চার ভবিষ্যত তৈরির জন্য যথেষ্ঠ হতে পারে। এবার যদি সুদের হার বৃদ্ধি পায় ১৫% হয় তবে ওই ব্যক্তি আঠারো বছর পর ফেরত পেতে পারে এক ধাক্কায় ৬০,৭৩,০০০ টাকা।

Scroll to Top