সন্তানের উচ্চ শিক্ষায় অর্থনৈতিক অবস্থা আর বাঁধা নয়, রইলো হদিস

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় কেন্দ্রীয় সরকারের অধীনে সাধারণ নাগরিকদের জন্য নানান সুযোগ সুবিধার বেবস্থা করা রয়েছে, যার অনেকাংশেই এখনও আমাদের অজানা। ভারত একটি বিশাল দেশ এবং জনসংখ্যার বিচারেও আমরা পিছিয়ে নেই। সুজলা সুফলা ভারতে জাত পাত ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষের বাস। এর মধ্যে গরীব শ্রেণীর মানুষও কম নয়। আর সব স্তরে শিক্ষা ছড়িয়ে দিতে ভারত সরকার দিয়ে রেখেছে একাধিক সুবিধার সুযোগ। যাতে সব শ্রেণীতে মানুষ সমান ভাবে শিক্ষালাভ করতে পারে।

ভারতের বেশিরভাগ ছাত্র ছাত্রী খাবার ও পোশাকের অভাবে মাঝপথেই পড়াশুনো থামিয়ে দিত সেই সমস্যা সমাধানে বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজনের একটি সুবিধা প্রদান করা শুরু হয়। এবার উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহায়তা করবে কেন্দ্র সরকার। যে সমস্ত মেধাবী ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় ৮০ শতাংশের বেশি নাম্বার পাবে টা তাদের উচ্চ শিক্ষার জন্য পর্যায়ক্রমে ৭৬ হাজার টাকার একটি শিক্ষা সহযোগিতা পাবে। পাঁচ বছরের কোর্সে প্রথম তিন বছর ১২ হাজার টাকা প্রতি বছর এবং শেষের দুই বছর ২০ হাজার টাকা বছর হিসেবে পাবে।

আরও পড়ুন »   Nabanna Scholarship:পড়ুয়াদের জন্য খুশির খবর দিল রাজ্য! লোকসভা ভোটের আগেই ঢুকবে নবান্ন স্কলারশিপের টাকা

এর জন্য শিক্ষার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশের বেশি নাম্বার পেতে হবে এবং বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। এছাড়াও ওই ছাত্র বা ছাত্রীর পারিবারিক আয় হতে হবে বছরে সাড়ে চার লাখ টাকার কম। অর্থাৎ সমাজের দুঃস্থ এবং মধ্যবিত্ত ছাত্রছাত্রী সকলকেই সমান গুরুত্ব দেওয়া হবে। ভারতের যুব সমাজের শিক্ষার প্রসার এবং কর্মমুখী করে তোলার জন্যই এই প্রচেষ্টা।

সন্তানের উচ্চ শিক্ষায় অর্থনৈতিক অবস্থা আর বাঁধা নয়, রইলো হদিস
সন্তানের উচ্চ শিক্ষায় অর্থনৈতিক অবস্থা আর বাঁধা নয়, রইলো হদিস

প্রকল্পটি ২০১৫ সাল থেকে কার্যকরী হলেও এখনো অনেকের জন্যই অজানা। দুঃস্থ ছাত্র ছাত্রীরা যাতে তাদের স্বপ্ন পূরণের রাস্তা থেকে সরে না যায় সেজন্যই এই সাহায্য তাদেরকে দেওয়া হবে জীবনের পথে গতি পাওয়ার জন্য।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news