হাসফাঁস গরমের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে চিন্তার দিন শেষ। এবার থেকে বিনামূল্যে পাওয়া যাবে বিদ্যুৎ পরিষেবা, জানুন কিভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

হাসফাঁস গরম শেষে সবে বর্ষার শুরুর সময় এসেছে। কিন্তু এতদিনের ভ্যাপসা গরমে পাখা, কুলার বা এসির উপর দিয়ে যথেষ্ঠ চাপ গিয়েছে। যার ফল স্বরূপ কিছুদিন বিদ্যুতের লো ভোল্টেজ এবং ঘাটতির কারণে লোডশেডিংয়ের মতো সমস্যাতেও পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই বিলের পরিমাণ নিয়েও চিন্তার ভাঁজ পরেছে সবার কপালে। তবে এবার আর কোনো চিন্তা নয়।

এবার বিদ্যুৎ বিল নিয়ে চিন্তার দিন শেষ। এক তুড়িতে এবার হবে বিদ্যুতের বিল শূন্য। প্রধান মন্ত্রীর তরফে নেওয়া নতুন এক প্রকল্প। যেখানে এক কোটি পরিবারের জন্য প্রাথমিক ভাবে বিদ্যুৎ সরবরাহের উপর এই প্রকল্পের শুরু করা হবে বলেই জানিয়েছেন তিনি। থাকছে সাধারণ থেকে মধ্যবিত্ত মানুষদের জন্য স্বস্তির খবর।

আরও পড়ুন »   মাত্র ৩৫ পয়সাতেই ট্রেন যাত্রায় দুর্ঘটনা হোক বা ট্রেন লেট মিলবে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। জানুন কিভাবে?

প্রধান মন্ত্রীর দ্বারা প্রকাশিত হয়েছে সূর্য ঘর প্রকল্প। অর্থাৎ এবার বিদ্যুৎ তৈরি হবে সূর্য থেকে অর্থাৎ সৌরশক্তি। এবার এই সৌর শক্তিতেই ভোর করে এগোতে চাইছে ভারত সরকার। সরাসরি বিদ্যুৎ যা এখন ব্যবহার করা হচ্ছে তার উদপাদন মূল্য বেশ অনেকটাই বেশি হওয়ার জন্য প্রতি ইউনিট বাবদ অনেক টাকাই এতদিন দিয়ে আসতে হচ্ছে গ্রাহকদের। সদ্য তো আরও বাড়ানো হলো বিদ্যুতের দাম।

আর চিন্তা নয় এবার এক কোটি ভারতীয় পরিবারের মধ্যে দেওয়া হবে সৌর প্যানেল বসানোর খরচের উপর ছাড়। সৌর শক্তিতে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার করতে হলে সোলার প্যানেল বসাতে হয় যা একবারের জন্যই হয়। আর সেই প্যানেল বসাতেই খরচ হয় প্রায় মোটা অঙ্কের টাকা। তবে সেই খরচের পর আর কোনো বিদ্যুৎ বিলে আলাদা খরচ দিতে হয়না। অর্থাৎ এক বারের ইনভেষ্টমেন্ট করে পাওয়া যায় বিনামূল্যে বিদ্যুৎ।

আরও পড়ুন »   SSY:চটপট মিটিয়ে ফেলুন এই কাজ! নয়তো বন্ধ হতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট
হাসফাঁস গরমের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে চিন্তার দিন শেষ। এবার থেকে বিনামূল্যে পাওয়া যাবে বিদ্যুৎ পরিষেবা, জানুন কিভাবে?
হাসফাঁস গরমের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে চিন্তার দিন শেষ। এবার থেকে বিনামূল্যে পাওয়া যাবে বিদ্যুৎ পরিষেবা, জানুন কিভাবে?

শুধু এটুকুই না ভারত সরকারের পক্ষে জানানো হয়েছে ভারতের এক কোটি পরিবারকে বাড়িতে সোলার প্যানেল বসানোর জন্য ত্রয়মূল্যের উপর দেওয়া হবে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। প্রথম এক কোটি পরিবারের মধ্যে এই প্রকল্প সফলতা বাড়াতে পারলে পরে আরও বেশি পরিবারের মধ্যে বাড়িয়ে দেওয়া হবে সৌর ঘরের প্রকল্প।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news