বর্তমান সমাজে সব থেকে বড়ো সমস্যা হলো বেকারত্ব। বেকারত্বের জ্বালায় সমাজের এক বড়ো অংশের তরুণদের মধ্যে চিন্তার শেষ নেই। সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রেই কর্ম সংস্থানের টানা পড়েনের মাঝে পিষে যাচ্ছে তরুণের স্বপ্ন। রাজ্য এবং কেন্দ্র সরকারের চেষ্টা থাকলেও সেটা পুরো পুরী ভাবে বেকারত্বকে দেশ থেকে মুছে দিতে এখনও অন্ধি সক্ষম হয়নি।
তবে এবার রইলো এক বড় সুখবর। সামনে এলো পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর যুবক যুবতীদের বিনামূল্যে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্ম সংস্থানের জোগাড় দেওয়া লক্ষ্য। বিভিন্ন ধরনের কারিগরী শিক্ষা যেমন সেলাই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী তরুণ সমাজ গড়ে তোলার লক্ষ্যে অবিচল উৎকর্ষ বাংলা প্রকল্পটি। প্রশিক্ষণ শেষে সরকারের তরফেই দেওয়া হচ্ছে ছোট বড়ো বিভিন্ন সুযোগ।
বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তরুণ তরুণীদের জীবনে দিশা দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে এই প্রকল্প। ব্লক স্তরে প্রশিক্ষণের মাধ্যমে কর্ম সংস্থান বাড়ানোর চেষ্টা করছে রাজ্য সরকার। প্রকল্পটি এখনও অনেক মানুষের অগচরে রয়ে গেছে। তবে এখনও হাজার হাজার তরুণ তরুণী লাভবান হয়েছেন এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে। প্রতিটি জেলাস্তরে উৎকর্ষ বাংলার দপ্তর রাখা হয়েছে, যেকোনো দপ্তরে গিয়ে সরাসরি করা বলে নিজের পছন্দ মতো বিষয়ের উপর প্রশিক্ষণ নিতে পারবেন তরুণ তরুণীরা।

ব্লক ও রাজ্য স্তরে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের থাকা খাওয়া করার বন্দোবস্তও করা হয় সরকারের তরফে। এরপর ফাঁকা স্থান অনুযায়ী তাদের রাজ্যের বিভিন্ন স্তরে কাজের সুযোগ করে দেওয়া হয়।