DA Hike: সরকারি কর্মীদের, কবে DA বাড়াবে সরকার? রইল গোপন খবর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Central Government: সরকারি চাকরি করেন, তবে আগামী মাসেই পেতে পারেন সুখবর। বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার, যার কারণে একধাক্কায় অনেকটা বেড়ে যাবে মাস মাইনে। কী এই সিদ্ধান্ত জানেন? শীঘ্রই মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণা হলেই বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন।

ডিএ বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। এবারে কেন্দ্রীয় সরকার কত শতাংশ ডিএ বৃদ্ধি করবে, তা নিয়ে আলোচনার অন্ত নেই। তবে কবে এই ডিএ ঘোষণা করা হবে, তার স্পষ্ট ধারণা মিলছিল না। তবে সরকারি সূত্রে খবর, আগামী মার্চ মাসেই ডিএ-র বৃদ্ধি ঘোষণা করতে পারে কেন্দ্র।

আরও পড়ুন »   মাসিক ৫০০০ টাকা জমা করলেই পাবেন ৩৩ লক্ষ টাকা! SIP কি? (এস আই পি কি?), সম্পূর্ণ সহজ বাংলা ভাষায় বুঝুন।

কত শতাংশ ডিএ বাড়াবে কেন্দ্র?

কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ভোক্তা মূল্য সূচক গণনা করে ডিএ বা মহার্ঘ ভাতা গণনা করে। মূল্যস্ফীতির উপর ভিত্তি করে ডিএ গণনা করা হয়। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এ বার ডিএ ৪ শতাংশ বাড়াতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 46 শতাংশ হারে ডিএ পান। ডিএ-তে আরও 4 শতাংশ বৃদ্ধির সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতেই সরকারি কর্মীদের বর্ধিত হারে ভাতা দেওয়া হয়, যা মহার্ঘ ভাতা নামে পরিচিত। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও ভাতা পান। একে ডিয়ারনেস রিলিফ বা ডিআর বলে। প্রতি বছর সরকার দুইবার ডিএ ও ডিআর ঘোষণা করে, জানুয়ারি ও জুলাই মাসে।

আরও পড়ুন »   Mudra Loan:হটাৎ টাকার প্রয়োজন? কেন্দ্রের এই প্রকল্পে পাওয়া যাচ্ছে ইনস্ট্যান্ট লোন, বাড়িতে বসেই আবেদন করা যাবে

২০২৩ সালের অক্টোবর মাসে শেষবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। এবারও মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রের এই সিদ্ধান্তে ৪৭.৫৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

প্রয়োজনীয় লিঙ্ক:

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news