সবে সবে ভারতের উপর থেকে গ্রীষ্মের দাবদাহ কেটে প্রবেশ ঘটেছে মনোরম বর্ষার। এখনও তবে ঝমঝম বৃষ্টির দেখা রোজ মিলছেনা অনেক জায়গাতেই। তবুও স্বস্তি মিলেছে মানুষের। তবে কিছুদিন আগেই শেষ হয়েছে গ্রীষ্মের দাবদাহ। প্রচণ্ড গরমে পাখা, কুলার বা এসির ব্যবহারের চরম সীমায় পৌঁছেছিল। যার জন্য দেখা গিয়েছিল বিদ্যুতের ঘাটতি এবং মূল্যবৃদ্ধির মতো সমস্যাও।
তবে এসবের দিন শেষ। প্রধান মন্ত্রী তৃতীয়বার ক্ষমতায় এসে ইতিমধ্যেই ঘোষণা করেছেন সূর্য ঘর প্রকল্পের। অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং তার খরচ বাঁচাতেই এই প্রকল্প সামনে আনেন তিনি। এর মাধ্যমে দেশের এক কোটি পরিবারের মধ্যে সোলার প্যানেল বসানো এবং তার ব্যবহারে বিদ্যুৎ বিলের সাশ্রয়ের উপর ধারণা দিতে চেয়েছেন মোদী। এর জন্য সরকার ভর্তুকি দিতেও রাজি হয়েছিল।
এবার সামনে এলো ভর্তুকির পরিমাণ। কোনো বাড়িতে সোলার প্যানেল বসাতে হলে এবার সরকারের তরফে সরাসরি ব্যাংক একাউন্টে ৭৮,০০০ টাকার মতো বড় অংকের ভর্তুকি দেবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। এর ফলে একবার প্যানেল বসলে বিদ্যুতের বিল হচ্ছে শূন্য টাকা। যার ফলে সরকারের বিদ্যুৎ খরচ এবং ঘাটতি দুটোই দিনে দিনে কমে আসবে বলেই আশাবাদী হচ্ছে কেন্দ্র।
এই যোজনার আবেদন করলে বাড়িতে 3KW পাওয়ারের সোলার প্যানেল বসাতে সরকার থেকে দেওয়া হবে ৭৮ হাজার টাকা। এই বিশাল পরিমাণ ভর্তুকি ব্যবহার করে ওই পরিবার অনায়াসেই বাড়িটি সূর্য ঘরের আওতায় আনতে পারবেন। এবং নিজ রোজকার বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন সৌরশক্তিকে কাজে লাগিয়ে। যা এক ভাবে অফুরন্ত বিদ্যুৎ প্রদান করবে বিনামূল্যে। এই প্রকল্পে আবেদন করতে হলে এর সরকারি ওয়েসাইট https://pmsuryaghar.org.in/ এই লিংকটির মাধ্যমে আবেদন করতে হবে।