বন্ধু জীবনের একটি বড় অংশ, আর শনিবার সেই বন্ধুদের জন্যই পালন করা হয় জাতীয় প্রিয় বন্ধু দিবস

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জীবনের পথে চলতে গিয়ে বন্ধুর সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে পরিবার , আত্মীয় স্বজন সকলের ঊর্ধ্বে থাকে বন্ধুর সম্পর্ক। জীবনের সমস্ত ভালো খারাপের সাক্ষী থেকে যায় বন্ধুরা। কখনও জীবনে বাঁচার ছন্দ হারিয়ে ফেললেও আবির্ভাব হয় বন্ধুদের। ছেলেবেলা থেকে জীবনের শেষ পর্যন্ত বন্ধুদের ভূমিকা অস্বীকার করা যায়না। শুধু মানুষ নয় বরং সমস্ত প্রাণীরই বাঁচার জন্য বন্ধুর সঙ্গ প্রয়োজন হয়ে ওঠে।

আর আমাদের জীবনে বন্ধুদের অবদান মনে রাখতেই প্রতি বছর ৮ই জুন তারিখটিকে জাতীয় প্রিয় বন্ধু দিবস হিসেবে পালন করা হয়। বিশেষত যুক্তরাষ্ট্র এবং কানাডাতে এই দিনটি পালনে গুরুত্ব দেওয়া হয় । বন্ধুরা একসাথে সময় কাটিয়ে, হই হুল্লোড় করে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি। আমাদের জীবনের প্রতিটি সম্পর্কের ভীত তৈরি হয় বন্ধুত্বের উপর ভরসা করেই।বন্ধুমহল হলো আমাদের বেছে নেওয়া প্রিয় পরিবার। যেখানে সব থেকে গোপন সুখ দুঃখ আনন্দ অনায়াসেই ভাগ করে নেওয়া যায়। আর সব কিছুর ভাগিদার এই পরিবারকে ধন্যবাদ জানাতেই এই বিশেষ দিনটি পালন করা হয়।

আরও পড়ুন »   LPG GAS:নারী দিবস উপলক্ষে,কেন্দ্রীয় সরকার LPG সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়ে দিল

এই দিনটি পালন করা হয় বন্ধুত্বকে সম্মান জানাতে। যেটা আমাদেরকে জীবনের পথে প্রবাহমান রেখে চলে। বাবা, মা, ভাই, বোন সকলেই বন্ধু হিসেবে গণ্য হতে পারে। দিনটিতে ভালো মুহূর্ত কাটানো, একসাথে অতিবাহিত দিন গুলিকে মনে রাখতে এবং সকল প্রকার ভরসা এবং ভালবাসা জানানোর জন্যই পালন করা হয়। প্রথমে দিনটি যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে বিশ্ব জুড়ে দিনটিকে সম্মান জানানো শুরু হয়।

বন্ধু জীবনের একটি বড় অংশ, আর শনিবার সেই বন্ধুদের জন্যই পালন করা হয় জাতীয় প্রিয় বন্ধু দিবস
বন্ধু জীবনের একটি বড় অংশ, আর শনিবার সেই বন্ধুদের জন্যই পালন করা হয় জাতীয় প্রিয় বন্ধু দিবস

এই বিশেষ দিনে বন্ধুত্ব উদযাপনে কোনো বিশেষ সংজ্ঞা বা ধরন নেই। বন্ধুর সাথে বন্ধুর মিলন, আরও ভালো কিছু ভাগ করে নিতে পারার ক্ষমতা এসব নিয়েই দিনটি। এই দিনটিতে একে অপরকে উপহার দেয়ারও চল রয়েছে। বন্ধুরা হলো বিপদের সময়ের দেবতার দূত, আর সেই বন্ধুদের সম্মান জানাতেই ৮ই জুন দিনটিকে বেছে নেওয়া হয়েছে।

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news