দক্ষিণবঙ্গ তথা ভারত জুড়ে চলছে হিট ওয়েভ জারি কমলা সতর্কতা। রাস্তা ঘাটে কাজে বেরোতে হচ্ছে রোজই। হারিয়ে গেছে ত্বকের সতেজতা। রইলো কিছু টোটকা এক সপ্তাহেই ফিরবে ঔজল্যতা:
১. কাঁচা দুধ, বেসন, আলুর রস ও মধু একসাথে মিশিয়ে মুখে এবং রোদে পুড়ে যাওয়া জায়গা গুলিতে মেখে ৩০ থেকে ৪৫ মিনিট রেখে ধুয়ে ফেললে অল্প কিছু দিনের ব্যবহারে মিলবে সুরাহা। কাঁচা দুধ আমাদের ত্বকের মৃত কোষ গুলিকে দুর করে জীবিত কোষ গুলিতে ঔজল্য ফেরায় এছাড়া আলু, বেসন এবং মধু ত্বকের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনে ও শরীরকে যথাযত পুষ্টি প্রদান করে।
২. আবার আলোবেরাও মুখ এবং ত্বকের জন্য অসম্ভব সুন্দর কার্যকরী। যদি রাতে ভিটামিন ই ক্যাপসুল ও আলোবেরা আইস কিউব জমিয়ে ওই বরফ মুখে মালিশ করা যায় তবে মুখের গ্লো ফিরবে, এছাড়াও মুখের কালো দাগ ছোপ তাড়াতে সাহায্য করবে ওই বরফ। মুখে ব্রণ জাতীয় সমস্যা এড়াতে বরফের জুরি মেলা ভার আর এবার সেই জুড়িতেই যদি মেশে অ্যালোভেরা এবং ভিটামিন ই ক্যাপসুল তাহলে চামড়ার মৃত ভাব দূর হবে সহজেই।
৩. অ্যালোভেরা ও টমেটোর মিশ্রণের বরফ জমিয়ে মুখে ব্যবহার করলে এতেও ফল মিলবে হাতে নাতে।

৪. এছাড়াও দিনের বেলা বাইরে বেরোলে সংস্ক্রিনের ব্যবহার অবশ্যই করতে হবে। এতে সূর্যের তাপে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো যায়। আর বাইরে থেকে এসে মুখে যদি বরফ মালিশ করা যায় তবে গরমের কারণে হওয়া র্যাশ এবং ব্রণর পথ অনেকটাই আটকে দেওয়া যায়।