Hero Xtreme: বাজারে আসার অল্প ক’দিনের মধ্যেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। একে তো এক লাখের মধ্যে দাম (এক্স-শোরুম), তার উপর হাই-টেক ফিচার্স এবং হায়ার সিসির বাইকের মতো জবরদস্ত ডিজাইন – সব মিলিয়ে বাইকটি মুড়ি মুড়কির মতো বিকোচ্ছে।(Hero Xtreme 125R) চাহিদা জোগান দিতে নাকানিচুবানি খেতে হচ্ছে সংস্থাকে। যে কারণে Xtreme 125R বাইকের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে হিরো।
Hero Xtreme 125R-এর উৎপাদন বাড়ানো হয়েছে
জানিয়ে রাখি, বর্তমানে প্রতি মাসে Hero Xtreme 125R-এর ১০,০০০ ইউনিট তৈরি হয়। এত পরিমাণ উৎপাদন হওয়া সত্ত্বেও ক্রেতাদের চাহিদা পূরণ করতে বেগ পেতে হচ্ছে সংস্থাকে।তাই উৎপাদন বাড়ানোর পরিকল্পনা। পুজোর আগেই এটি বাস্তবায়িত করতে পারবে বলে আশাবাদী হিরো। কারণ প্রতি বছর ওই সময়ে বাইকের চাহিদা থাকে সর্বাধিক।
প্রতি দিন ১,০০০ ইউনিট এক্সট্রিম ১২৫আর উৎপাদনের পরিকল্পনা করেছে কোম্পানি। সেক্ষেত্রে ৩০ দিন অর্থাৎ এক মাসে ৩০,০০০ ইউনিট বাইক তৈরি হবে। অর্থাৎ বর্তমানের তুলনায় তিনগুণ উৎপাদন বাড়বে। এর ফলে মাসে ২০,০০০ থেকে ২৫,০০০টি মডেল বুক হলেও Hero Xtreme 125R-এর চাহিদা জোগান দেওয়া সহজ হবে।এছাড়াও, ওয়েটিং পিরিয়ড কমে যাবে, অর্থাৎ বাইক বুক করার পর গ্রাহকদের ডেলিভারি পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।
Hero Xtreme 125R হচ্ছে ১২৫ সিসি সেগমেন্টে এন্ট্রি লেভেল প্রিমিয়াম বাইক। বোল্ড ডিজাইন ও মনমাতানো ফিচার্সের কারণে ক্রেতাদের হৃদয় জিতে নিয়েছে এটি।এটিতে একটি ১২৪.৭৭ cc, একক সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা ৮,২৫০ rpm-এ ১১.৪ bhp শক্তি এবং ৬,০০০ rpm-এ ১০.৫ Nm টর্ক উৎপন্ন করে৷

এক লিটার জ্বালানিতে হিরোর বাইকটি ৫৬ কিলোমিটার মাইলেজ দেয়। দুই ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় এটি – আইবিএস এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। মডেল দুটির মূল্য যথাক্রমে ৯৫,০০০ টাকা ও ৯৯,৫০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।