সাধারণের পকেটের কথা চিন্তা করে এই পুজোতে আসছে হিরোর নতুন ইলেকট্রিক স্কুটার সঙ্গে চমৎকার ফিচার, বিস্তারিত রইলো – How TO Make Money

সাধারণের পকেটের কথা চিন্তা করে এই পুজোতে আসছে হিরোর নতুন ইলেকট্রিক স্কুটার সঙ্গে চমৎকার ফিচার, বিস্তারিত রইলো

হিরো মোটোকর্প হলো ভারতের অন্যতম পুরানো একটি সংস্থা যা ভারতের টু হুইল্যারের জগতে এক বিশাল নাম অর্জন করেছে। দীর্ঘদিন ভারতের বাজারে নিজেদের টিকিয়ে রেখেছে এই সংস্থা। বিশাল পরিমাণ মানুষের গাড়ি কেনার প্রথম পছন্দ হয়ে উঠেছে এই কোম্পানির বিভিন্ন বাইকগুলি। তবে ইলেকট্রিক স্কুটারে সরাসরি এখনও হাতেখড়ি হয়নি হিরোর। এতদিন ভারতের বাজারে ভিদা সংস্থাটির তত্বাবধানে ইলেকট্রিক স্কুটারের ব্যবসা করে এসেছে হিরো।

এবার তারাও নিজেদের একটি নতুন সংস্করণে ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে চলেছেন। এবারে নিজেরাই একর চেষ্টায় প্রথম বারের জন্য এই পুজোর আগেই ভারতে আনবেন হিরোর ইলেকট্রিক স্কুটার। ভারতের বাজারে দিনের পর দিন টু হুইলার ইলেকট্রিক স্কুটার গুলির প্রাচুর্যতা দেখে সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন হিরোর মুখ্য ব্যবসায়িক আধিকারিক স্বদেশ শ্রীবাস্তব।

চলতি অর্থ বর্ষের শুরুতে সংবাদ মাধ্যমকে সরাসরি এই সিদ্ধান্তের কথা জানান। তাঁরা আরও জানান চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই ভারতের বাজারে আসতে চলেছে হিরোর নিজস্ব ইলেকট্রিক স্কুটার। তবে এবার স্বাবলম্বী ভাবে ই স্কুটার বানানোর দিকে সাধারণ মানুষের পকেটের চিন্তাও করছে হিরো। সম্ভবত প্রতিযোগিতার এই বাজারে মানুষের পছন্দের তালিকার শীর্ষে ওঠার জন্য এটি একটি বাণিজ্যিক লাভের পথ।

সাধারণের পকেটের কথা চিন্তা করে এই পুজোতে আসছে হিরোর নতুন ইলেকট্রিক স্কুটার সঙ্গে চমৎকার ফিচার, বিস্তারিত রইলো
সাধারণের পকেটের কথা চিন্তা করে এই পুজোতে আসছে হিরোর নতুন ইলেকট্রিক স্কুটার সঙ্গে চমৎকার ফিচার, বিস্তারিত রইলো

পুজোর আগেই প্রকাশ পাচ্ছে হিরোর নতুন স্কুটার। যেখানে ভিদার সঙ্গে লঞ্চ করা দুটি ইলেকট্রিক স্কুটারের চেয়েও অনেক উন্নত ফিচার যোগ করা হবে এবং সঙ্গে দামের ক্ষেত্রেও তারা অনেক সীমিত রাখবেন বলেই খবর। এখনও অবধি পুরোপুরি এর ফিচার সামনে না এলেও সাধারণ মানুষের উপকারে আসবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।

Scroll to Top