দিনে দিনে খাদ্য থেকে ব্যবহারিক সমস্ত কিছুরই দাম বেড়ে চলেছে। এই মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ওঠার জন্য ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করা একান্ত কাম্য। দেশের একের পর এক সংস্থা এক গুচ্ছ সুবিধা নিয়ে বিভিন্ন বীমার কথা সামনে আনছে প্রতিনিয়ত। এই সব সংস্থার মধ্যে LIC গ্রাহকদের পছন্দের শীর্ষস্থনীয় হয়ে রয়েছে শুরু থেকেই। এবার সেই LIC নিয়ে এলো এক ধামাকা পলিসি। মূলত সাধারণ মানুষের কথা ভেবেই এই পলিসিটি সামনে আনেন কর্তৃপক্ষ। যাতে সমাজের নিচু শ্রেণীর মানুষও তাদের ভবিষ্যত গোছাতে সক্ষম হয় সেই দিকে নজর রেখেছিল এই সংস্থা।
এই পলিসিটির নাম দেওয়া হয়েছে LIC জীবন আনন্দ পলিসি। এর মাধ্যমে প্রতিদিন মাত্র ৪৫ টাকা বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা পাবেন এককালীন মোট ২৫ লক্ষ টাকার রিটার্ন। কম টাকা সঞ্চয়ের মাধ্যমে যারা বড়ো রিটার্ন পেতে চান তাদের জন্যই জীবন আনন্দ পলিসি তৈরি হয়েছে। এতে প্রিমিয়ামের টাকার পরিমাণ ও অনেক কম যাতে বিনিয়োগকারীর পকেটে টান না পরে। নূন্যতম এক লক্ষ টাকা থেকে এই বীমা শুরু হতে পারে। পলিসির মেয়াদ চলা কালীন প্রিমিয়াম দিয়ে যেতে হবে বিনিয়োগকারীকে। এই বীমাটি ১৫ থেকে ৩৫ বছরের জন্য করা যেতে পারে।
৪৫ টাকা প্রতিদিনের হিসেবে মিলবে এক নয় দুই নয় বরং ২৫ লক্ষ টাকা। গ্রাহক যদি প্রতিদিন ৪৫ টাকার হিসেবে মাসিক প্রিমিয়াম জমা দিতে হয় ১৩৫৮ টাকা। এবং এক বছরে ওই সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ১৬,৩০০ টাকার কাছে। এবার কোনো ব্যক্তি যদি ৩৫ বছরের জন্য এই বিনিয়োগই করেন তবে মাচিউরিটির সময় ওই ব্যক্তি পাবেন ২৫ লক্ষ টাকা ।

৩৫ বছর ধরে বিনিয়োগকারী বছরে ১৬,৩০০ টাকা করে জমাতে থাকলে তিনি ৫ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা জমাতে পারেন। এরপর বীমার মেয়াদ পূর্তি হলে ৮.৬০ লক্ষ টাকা বোনাস এবং ১১.৫০ লক্ষ টাকা সুদ হিসেবে মোট ২৫ লক্ষ টাকা ফেরত পাবেন বিনিয়োগকারী। এছাড়াও অন্য সব জীবন বীমার মতো এখানেও ডেথ, অক্সিডেন্ট এবং ডিসেবিলিটি কভারেজ পাওয়া যাবে। পলিসি চলাকালীন গ্রাহকের মৃত্যু হলে নমিনিকে ১২৫% রিটার্ন দেওয়া হয়।