AdBlocker Detected!

AdBlock Detected Icon

Dear visitor, it seems that you are using an ad blocker. Please consider disabling it to support our website and continue enjoying our content for free.

Note: The Brave browser is not supported on our website. Please use a different browser for the best experience.

Once you're done, please refresh the page.
Indian Air Force Recruitment 2024 | ভারতীয় বায়ু সেনায় কর্মী নিয়োগ – How TO Make Money

Indian Air Force Recruitment 2024 | ভারতীয় বায়ু সেনায় কর্মী নিয়োগ

দেশের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য বড়ো খবর। বিশেষ করে যাঁরা ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে চাইছেন তাদের জন্য এটি এখনও পর্যন্ত এবছরের সবচেয়ে বড় সুখবর হতে চলেছে। সম্প্রতি ভারতের ডিফেন্স মিনিস্টারের তরফে সরকারি ভাবে “অগ্নিবীর বায়ু” যোজনায় কয়েক হাজার প্রার্থী নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কি যোগ্যতা? কীভাবে আবেদন করবেন এই সব কিছু জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়তে হবে।

Agniveer Vayu New Job Vacancy 2024

পদের নাম :
ভারতীয় বায়ু সেনার অধীনে ” অগ্নিবীর বায়ু “

মোট শূন্যপদ:
সরকারি বিজ্ঞপ্তিতে শূন্যপদ সম্পর্কে তথ্য দেওয়া হয়নি তবে সূত্রের খবর অনুযায়ী প্রায় ৪৬,০০০ পদে নিয়োগ হবে এই যোজনার মাধ্যমে।

শিক্ষাগত যোগ্যতা :
ভারতীয় বায়ু সেনাবাহিনীতে অগ্নিবীর পদে যোগদান করতে হলে আগ্রহী প্রার্থীদের ভারত সরকারের যেকোনো রাজ্যের স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

বয়স:
এক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৭-২৩ বছরের মধ্যে।

মেয়াদ:
এই যোজনার অধীনে যোগ্য প্রার্থীদের চার বছরের জন্য একটি ট্রেনিং পিরিয়ডের মধ্যে রাখা হবে। এরপর চার বছর পূর্ণ হলে ওই প্রার্থীরা সরাসরি ভারতীয় সুরক্ষা দপ্তরের একাধিক পোস্টে চাকরির সুযোগ পাবেন।

আবেদন পদ্ধতি:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে ভারতীয় বায়ু সেনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্যারিয়ার অপশনে ঢুকতে হবে। এরপর বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি খুঁজে নিতে হবে। এর পর সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরন করে প্রয়োজনীয় নথি যুক্ত করে সেটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য:
আবেদনকারীদের সকলকেই ৫৫০/- টাকার আবেদন মূল্য জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ:
২৮ শে জুলাই ২০২৪ তারিখের মধ্যে সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্বাচন পদ্ধতি:
এক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং শারীরিক দক্ষতার পরীক্ষার ভিত্তিতে যোগ্যদের বেছে নিতে হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল নোটিসDownload PDF
আবেদন লিংকApply Now
অফিসিয়াল ওয়েবসাইটagnipathvayu.cdac.in
আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here
অন্যান্য চাকরির আপডেটView More