মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ১,০১০ শূন্যপদে কর্মী নিয়োগ,জেনেনিন বিস্তারিত | Indian Rail Recruitment 2024 – How TO Make Money

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ১,০১০ শূন্যপদে কর্মী নিয়োগ,জেনেনিন বিস্তারিত | Indian Rail Recruitment 2024

Indian Rail Recruitment 2024: Indian Railways-এর তত্ত্বাবধানে Integral Coach Factory-এর তরফ থেকে আপ্রেন্টিস বিভাগের একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন করা যাবে। অনলাইন মাধ্যমে আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নিচে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো- Indian Rail Apprentice Recruitment 2024

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Indian Railways-এর তত্ত্বাবধানে Integral Coach Factory-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

যারা এই চাকরিতে আবেদন করবে তাদের আপ্রেন্টিস (Apprentice) বিভাগের একাধিক পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই চাকরিতে মোট শূন্য পদ রয়েছে ৬৭০ টি।

বয়সসীমা (Age Limit)

২১.০৬.২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

যারা এই চাকরির পদে আবেদন করবে তাদের প্রতি মাসে ৬০০০ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট pb.icf.gov.in এ।

আবেদন ফি (Application Fee)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের ফি হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদনের কাজ শুরু হয়েছে গত ২২.০৫.২০২৪ তারিখ ০৯:৩০ থেকে এবং এই আবেদনের কাজ চলবে আগামী ২১.০৬.২০২৪ তারিখ ১৭:৩০ টা পর্যন্ত।

Scroll to Top