Indian Railway Recruitment 2024 দক্ষিণ ভারতীয় রেলে বিপুল সংখ্যায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! আবেদনের খুঁটিনাটি তথ্য সম্পর্কে জেনে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় রেলে নিজের কর্মজীবন শুরু করা ভারতের ৯০ শতাংশ চাকরি প্রার্থীদের স্বপ্ন হয়ে থাকে। বিশ্বের সব চেয়ে বড় রেল পরিষেবা দিয়ে আসছে ভারত। ভারতীয় রেলকে অবস্থান অনুযায়ী সাধারণভাবে চারটি ভাগে ভাগ করা হয়েছে। যথা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম রেল। এর মধ্যে দক্ষিণী রেলের তরফে এবার বিরাট শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় রেলের তরফে। কীভাবে আবেদন করবেন, যোগ্যতা, সময়সীমা, বয়স সহ আরোও অনেক ছোট বড় তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ে আজই আবেদন করুন।

Indian Railway Recruitment 2024

পদের নাম:
ফিটার, ওয়েল্টার, মেডিকেল টেকনোলজিস্ট, মেকানিস্ট, ওয়ারমান, স্টেনোগ্রাফর সহ আরও বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ:
ভারতীয় রেলের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণ রেলে ২৪৩৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান :
দক্ষিণ ভারতের বিভিন্ন শহর জুড়ে নিয়োগ হবে। তবে এর মধ্যে কোয়েমবাটুর, পেরাম্বুর ও চেন্নাই উল্লেখযোগ্য শহরের মধ্যে পড়ে।

আরও পড়ুন »   মাধ্যমিক/12th পাশ যোগ্যতা, রাজ্যে জুড়ে বন্ধন ব্যাংকে নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

বয়সসীমা:
আবেদন কারীদের বয়সসীমা ১৫ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তবে ITI করা বা কাস্ট অনুযায়ী আবেদনকারীদের জন্য ২৪ বছর পর্যন্ত বয়সসীমা রাখা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:
বেশ কয়েকটি পোস্টে আবেদন শুরু হওয়ায় দরুন প্রত্যেকটির আলাদা আলাদা শিক্ষা গত মানদণ্ড রাখা হয়েছে তবে নূন্যতম মাধ্যমিক পাশ থেকে আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় ৫০% নাম্বার নিয়ে উত্তীর্ণ থাকতে হবে।

আবেদন মূল্য:
মহিলা এবং ST, SC ও PwD আবেদনকারীদের কোনো আবেদন মূল্য লাগবেনা তবে এছাড়া সমস্ত আবেদনকারীকে ১০০ টাকার একটি আবেদন ফি অনলাইনে ফ্রম ফিলাপের সময় জমা দিতে হবে।

নির্বাচনের উপায়:
প্রার্থীদের তাদের মার্কশিট এর প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে এবং নথি যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আরও পড়ুন »   রাজ্যে ফরেস্ট গার্ড পদে অসংখ্যকর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ

আবেদন পদ্ধতি:
পুরো আবেদন পদ্ধতিটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এর জন্য প্রার্থীদের দক্ষিণ রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউজ এন্ড আপডেট অপশনটিতে ক্লিক করতে হবে।এরপর “Act Apprentice 2024-25” লেখাটিতে ক্লিক করতে হবে। এরপর রেজিষ্টার করে আবার লগইন করতে হবে। এরপর আবেদন পত্রটি সঠিক ভাবে পূরন করে গুরুত্বপুর্ণ নথি গুলি আপলোড করে আবেদন মূল্যটি দিয়ে আবেদনপত্রটি সাবমিট করে দিতে হবে।

সময়সীমা:
আবেদন শুরু : ২২ শে জুলাই , (২০২৪ সকাল ১০.০০)
আবেদন শেষ: ১২ ই আগষ্ট ,২০২৪ (বিকাল ৫.০০)

অফিসিয়াল ওয়েবসাইট:
https://sr.indianrailways.gov.in.

জয়েন গ্রুপ

জয়েন গ্রুপ

ফলো পেজ

G-news