স্মার্টফোনের সমস্ত প্ল্যানের মূল্য বাড়িয়ে পকেটে জোর ধাক্কা জিওর, কবে থেকে নতুন দাম কার্যকরী জানুন – How TO Make Money

স্মার্টফোনের সমস্ত প্ল্যানের মূল্য বাড়িয়ে পকেটে জোর ধাক্কা জিওর, কবে থেকে নতুন দাম কার্যকরী জানুন

রিলায়েন্স জিও ভারতের মধ্যে বেশি বিখ্যাত এবং ফাস্ট নেটওয়ার্ক সার্ভিস দিয়ে আসছে। এরপর একের পর এক সুযোগ এবং অফার দিয়ে ফাস্টেস্ট নেটওয়ার্ক দিতে পেরেছে। সম্প্রতি জিওর তরফে সমস্ত প্ল্যানের মূল্যের উপর বড়ো পরিবর্তন আনা হয়েছে। ২০ শতাংশেরও বেশি মূল্যবৃদ্ধি করা হয়েছে প্রতিটি প্ল্যানের উপর। যা আগামী ৩ রা জুলাই ২০২৪ থেকে কার্যকরী হতে চলেছে।

এদিন প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২৮ প্ল্যানের বর্তমানের দাম এবং নতুন দামের তালিকা দেওয়া হলো। ১৫৫ টাকার প্ল্যানটির নতুন মূল্য ১৮৯ টাকা। ২০৯ টাকার প্ল্যান বেড়ে হলো ২৪৯ টাকা। ২৩৯ বেড়ে হলো ২৯৯। ২৯৯ বেড়ে হলো ৩৪৯, ৩৪৯ বেড়ে হলো ৩৯৯, আর ৩৯৯ এর প্ল্যানটি বেড়ে হলো ৪৪৯ টাকা। ৫৬ দিনের প্ল্যান গুলির মধ্যে ৪৭৯ টাকার প্ল্যানটি বেড়ে হয়েছে ৫৭৯ ও ৫৩৩ টাকার প্ল্যানটি বেড়ে হলো ৬২৯ টাকা।

এছাড়াও ৮৪ দিনের প্ল্যান গুলির মধ্যে ৩৯৫ টাকার প্লানটির দাম বাড়িয়ে করা হলো ৪৭৯, ৬৬৬ টাকা বেড়ে হলো ৭৯৯, ৭১৯ বেড়ে হলো ৮৫৯, ৯৯৯ বেড়ে হলো ১১৯৯। এছাড়াও বার্ষিক প্ল্যানেও বড় পরিবর্তন এনেছে জিও। এক্ষেত্রে ১৫৯৯ এর প্লানটির দাম বাড়িয়ে করা হয়েছে ১৮৯৯, আর ২৯৯৯ এর মূল্য হচ্ছে ৩৫৯৯ টাকা।এছাড়াও অ্যাড অনেও বেড়েছে দাম। ১৫ টাকার অ্যাড অন বেড়ে ১৯ টাকা, ২৫ টাকার টি বেড়ে ২৯ এবং ৬১ টাকার টা বেড়ে করা হয়েছে ৬৯ টাকা।

স্মার্টফোনের সমস্ত প্ল্যানের মূল্য বাড়িয়ে পকেটে জোর ধাক্কা জিওর, কবে থেকে নতুন দাম কার্যকরী জানুন
স্মার্টফোনের সমস্ত প্ল্যানের মূল্য বাড়িয়ে পকেটে জোর ধাক্কা জিওর, কবে থেকে নতুন দাম কার্যকরী জানুন

তবে এক্ষেত্রে আনলিমিটেড 5G এর ক্ষেত্রে বড় পরিবর্তন রাখছে জিও। এতদিন সমস্ত প্ল্যানেই ফ্রি আনলিমিটেড 5g মিলছিল। এবার সেখানেই লাগাম দিয়েছে মুকেশ আম্বানির জিও। বলা হয়েছে 2 জিবি প্রতিদিন বা তারও বেশি ইন্টারনেটের প্লানগুলিতেই শুধুমাত্র ফ্রি নেট মিলবে। এছাড়াও জিও সিনেমা , নিউজ এর সাথে জিও সেইফ এবং জিও ট্যান্সলেট নামের দুটি অ্যাপের সাবস্ক্রিপশন যোগ করা হয়েছে।

Scroll to Top