JIPMER তে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন – How TO Make Money

JIPMER তে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন

JIPMER Recruitment 2024: ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আয়তায় জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ (JIPMER) , এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যেখানে প্রার্থীদের মোট ২০৯ টি শূন্যপদ নিয়োগ করতে চাইছে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে জেনে নিন কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি গুরুপ্তপুর্ন বিষয়।

পদের নাম: জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ (JIPMER) এর তরফ থেকে একাধিক পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে সম্পূর্ন ডিটেল জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পর্যালোচনা করুন।

শূন্যপদের সংখ্যা: জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ (JIPMER) এর অফিসিয়াল নোটিশ অনুযায়ী এখানে মোট ২০৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: এই নিয়োগের জন্য প্রার্থীদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে যা নিচে পদ অনুযায়ী বিস্তারিত ভাবে আলোচনা করে হয়েছে।

১) জুনিয়ার ট্রান্সলেশন অফিসার – যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে হিন্দি কিংবা ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। ২) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট – যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ল্যাবরেটরি সায়েন্স কিংবা প্রযুক্তিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা।৩) জুনিয়ার অকুপেশনাল থেরাপিস্ট – কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অকুপেশনাল থেরাপিতে ডিগ্রি বা ডিপ্লোমা এবং সঙ্গে কাজের অভিজ্ঞতা। ৪)নার্সিং অফিসার – যে কোনো একটি প্রতিষ্ঠিত ইনিস্টিটিউট থেকে B.Sc নার্সিং ডিগ্রি এবং সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা। ৫) কারিগরি সহকারি – যে কোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

বয়স সীমা: উল্লেখিত পদ গুলিতে আবেদন করতে প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়স শিথিলকরন প্রযোজ্য।

কিভাবে আবেদন করবেন?

  • আগ্রহ প্রার্থীরা প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট নেভিগেট করুন।
  • তারপর উপযুক্ত আপনার পছন্দের বিভাগে ক্লিক করুন।
  • এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করুন।
  • এরপর অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে ধার্য আবেদন ফি প্রদান করুন।
  • সমস্ত কিছু সম্পূর্ণ করার পর সাবমিট বাটনে ক্লিক করে আবেদন পত্র জমা দিন।

আবেদন ফি :
সাধরণ (Genaral)/ EWS/ OBC – বিভাগের প্রার্থীদের জন্য ১,৫০০/- টাকা।
SC/ST/ – বিভাগের প্রার্থীদের জন্য ১,২০০/- টাকা।
PWBD – প্রার্থীদের কোনো ফি লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে।

আবেদনের তারিখ: অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে – ১৯/০৭/২০২৪ তারিখে। অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে – ১৯/০৮/২০২৪ তারিখে।

কিভাবে নির্বাচন করা হবে?

আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং দক্ষতা যাচাই করন এর মাধ্যমে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.jipmer.edu.in
আমাদের হোয়াটসঅ্যাপJoin Group
আমাদের টেলিগ্রামJoin Here
অন্যান্য চাকরির আপডেটView More
Scroll to Top