চণ্ডীগড় বিমানবন্দরে সপাটে চড় হিমাচল প্রদেশের মান্ডির বিজয়ী বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত কে। কঙ্গনা রানাওয়াত ভারতীয় সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্র যিনি জাতীয় পুরস্কারও জিতেছেন নিজের অভিনয় প্রতিভার জন্য। অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন বিপুল সংখ্যক দর্শকদের মধ্যে। রাজনীতিতে প্রবেশ করে কঙ্গনা বিজেপি শিবিরে যোগ দেন। প্রকাশ্যে বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপারে গুণগান গাইতে দেখা গেছে তাঁকে। প্রাথমিক ভাবে জানা যায় চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকের সময় নিজের ফোন রাখতে অস্বীকার করায় ওই মহিলা কর্মী চড় মারেন কঙ্গনা কে।
সূত্রের খবর ওই মহিলা CISF কর্মী যিনি কঙ্গনাকে চড় মারেন তিনি পঞ্জাবের কাপূর্থালার সুলতানপুর লোধীর বাসিন্দা এবং এবং কৃষক আন্দোলনের একজন নেতা শের সিং মালহিয়াল এর বোন। সমাজমধ্যমে তার ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনাচ্ছে যে “উনি কৃষক আন্দোলনকে ছোট করেছেন বলেছেন ১০০ টাকার জন্য এরা এখানে ধর্নায় বসে, ওখানে আমার মাও আছেন। উনি (কঙ্গনা) কি ১০০ টাকার জন্য আন্দোলনে বসবেন?”
নিমেষেই ঘটনাটি ছড়িয়ে পরে সমাজ মাধ্যমে। এই ঘটনায় কাজ থেকে বরখাস্ত করা হয়েছে ওই মহিলা কর্মীকে এবং তাঁর বিরুদ্ধে একটি আইনত ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে দাবি এক CISF আধিকারিকের।
Shocking rise in terror and violence in Punjab…. pic.twitter.com/7aefpp4blQ
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 6, 2024
ঘটনার পর মুখ খুলেছেন কঙ্গনা। নিজের সমাজ মাধ্যমে তিনি নিজের একটি ভিডিও পোস্ট করে বলেছেন ” আমাকে অনেকেই ফোন করছেন , সংবাদ মাধ্যম ও আমার শুভাকাঙ্খীরা, প্রথমেই বলি আমি নিরাপদে আছি এবং সব দিক দিয়ে ঠিক আছি। ঘটনাটি ঘটেছে চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকের সময়। যেই মাত্র আমি আমার চেকিং সেরে বেড়িয়েছি অন্য কেবিনে থাকা ওই CISF কর্মী আমার দিকে এগিয়ে আসেন এবং আমার মুখে আঘাত করেন আর আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আমি যখন তাকে জিজ্ঞেস করি সে এটা কেনো করলো সে উত্তর দেয় যে সে কৃষক আন্দোলনকে সমর্থন করে। আমি ঠিক আছি কিন্তু পাঞ্জাবে বেড়ে চলা আতঙ্কবাদ এবং উগ্রবাদ নিয়ে আমি চিন্তিত বোধ করছি।